• অনির্দিষ্টকালের জন্য বন্ধ কসবার আইন কলেজ, ওয়েবসাইটে দেওয়া হলো নোটিস
    এই সময় | ৩০ জুন ২০২৫
  • অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে কসবার আইন কলেজ। কলেজের ওয়েবসাইটে সে সংক্রান্ত নোটিস দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, আপাতত গভর্নিং বডির সিদ্ধান্তক্রমে সমস্ত বিএ.এলএলবি ও এলএল.এম ক্লাস বন্ধ থাকবে। কলেজ চত্বরে কোনও পড়ুয়া প্রবেশ করতে পারবেন না। পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে কলেজ।

    এ দিকে এই নোটিসে কপালে হাত কলেজ পড়ুয়াদের। এ ভাবে অনির্দিষ্টকালের জন্য ক্লাস সাসপেনশনের বিজ্ঞপ্তিতে, তাঁদের পড়াশোনার ভবিষ্যৎ কী, তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

    সোমবার নিরাপত্তার দাবিতে কলেজে এসেছিলেন একদল পড়ুয়া। তাঁরা জানান, প্রথমবর্ষের ছাত্রীর সঙ্গে কলেজে যা ঘটেছে, এর পরে আতঙ্কে রয়েছেন বাকিরা। ভাইস প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করলেও কোনও জবাব আসেনি। এ দিন ডেপুটেশন দিতে এসে এই নোটিস দেখে নতুন চিন্তা, মাঝপথে কি পড়াশোনাও বন্ধ করে দিতে হবে?

    পুলিশ সূত্রের খবর, ২৫ জনের একটি তালিকা তৈরি করেছেন তদন্তকারীরা। তালিকায় ছাত্রী, প্রাক্তনী, নিরাপত্তারক্ষী-সহ আরও কয়েক জন আছেন বলে সূত্রের খবর। তবে এখনও অবধি ২৫ জনের মধ্যে ২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে।

  • Link to this news (এই সময়)