• সন্দেশখালিতে ৩ বিজেপি কর্মী খুনের ঘটনায় CBI তদন্ত, বড় নির্দেশ হাইকোর্টের
    এই সময় | ৩০ জুন ২০২৫
  • সন্দেশখালিতে তিন জন বিজেপি কর্মী খুনের ঘটনায় CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে মামলাটি ওঠে। আদালতের নির্দেশ, একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করবে সিবিআই। কেন্দ্রীয় সংস্থার জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে হবে তদন্ত। 

    ২০১৯ সালে সন্দেশখালিতে তিন জন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল খুন হয়েছিলেন। এই ঘটনায় শেখ শাহজাহান এবং তাঁর বাহিনীর বিরুদ্ধে দু'টি অভিযোগ দায়ের করা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনাটির তদন্তভার যায় সিআইডি-র হাতে। সেই সময়ে সাক্ষীদের গোপন জবানবন্দি নেওয়া হয়েছিল। কিন্তু সিআইডি মামলার চূড়ান্ত চার্জশিট থেকে বাদ যায় শেখ শাহজাহানের নাম। এর পরেই কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয় মৃতদের পরিবারের পক্ষ থেকে। সিবিআই তদন্ত চেয়ে করা হয় আবেদনও।

    মামলাকারীর অভিযোগ ছিল, সন্দেশখালিতে ২০১৯ সালে তিনজন খুনের ঘটনায় শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ থাকলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। সিবিআই তদন্তের আবেদনও জানিয়েছিলেন মামলাকারী। দীর্ঘ শুনানির পর সোমবার মামলার রায়দান করলেন বিচারপতি জয় সেনগুপ্ত।

    গত বছর ৫ জানুয়ারি সন্দেশখালিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই সময়ে স্ক্যানারে এসেছিলেন সন্দেশখালির নেতা শেখ শাহজাহান। এর পর গ্রেপ্তারও করা হয়েছিল তাঁকে। তাঁর জামিন মামলার শুনানি চলছে হাইকোর্টে। এ বার এই তিন খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ তাঁর অস্বস্তি বাড়ার কারণ হতে পারে বলে দাবি ওয়াকিবহাল মহলের। 

  • Link to this news (এই সময়)