বঙ্গোপসাগরে নিম্নচাপের দাপট, সপ্তাহজুড়ে ভাসবে বাংলা, কোন কোন জেলায় বাড়তি সতর্কতা?...
আজকাল | ৩০ জুন ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহের শুরু থেকেই ভারী বৃষ্টির দাপট চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এমনকি, বাদ যাবে না কলকাতাও। রবিবার রাতেও একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে শহর কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ। তার সঙ্গে চলবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের আট জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে। আজ এবং মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র আলিপুরদুয়ারে। বৃষ্টির প্রভাবে আরও কমেছে শহর কলকাতার তাপমাত্রা। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৭%।