• জলে ডুবে গিয়েছে লাইন, অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চরম ভোগান্তি নিত্যযাত্রীদের...
    আজকাল | ৩০ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে তুমুল বৃষ্টির জেরে সেন্ট্রাল অ্যাভিনিউ জুড়ে জল জমে গিয়েছে। এবার জল জমে যাওয়ার খবর এল কলকাতা মেট্রোতেও। জানা গিয়েছে, মেট্রোরেলের লাইন জলে ডুবে যাওয়ার কারণে বন্ধ রয়েছে চলাচল। গিরিশ পার্ক স্টেশন থেকে ময়দান পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রো চলাচল। সপ্তাহের শুরুর দিনেই অফিস টাইমে মেট্রো বিভ্রাট হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। গিরিশ পার্ক স্টেশন জুড়ে যাত্রীদের ভিড়। অন্যান্য যানবাহন ধরার জেরে প্রবল ভিড় জমে গিয়েছে স্টেশন চত্বরেও। তার মধ্যে রাস্তাতেও জল জমে থাকায় ব্যাপক সমস্যার মুখে আমজনতা।

    মেট্রোরেল সূত্রে খবর, লাইনে জল জমে যাওয়ার কারণে গিরিশ পার্ক থেকে ময়দান পর্যন্ত স্থগিত রাখা হয়েছে মেট্রো চলাচল। তবে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো। উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে শহর কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ। তার সঙ্গে চলবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সোমবার সকাল থেকেই শহর কলকাতা জুড়ে ব্যাপক বৃষ্টি হয়েছে। যার জেরে মহাত্মা গান্ধী রোডের কাছে জলমগ্ন হয়ে গিয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ। তবে টানা বৃষ্টির প্রভাবে কমেছে শহর কলকাতার তাপমাত্রা। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৭%।
  • Link to this news (আজকাল)