সন্দেশখালিতে তিন বিজেপি কর্মীকে খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ, কলকাতা হাইকোর্টের
বর্তমান | ৩০ জুন ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্দেশখালিতে তিন বিজেপি কর্মীকে খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। আজ, সোমবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই ঘটনার তদন্তে সিবিআই সিট গঠন করবে, জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে তদন্ত হবে। সন্দেশখালিতে গত ২০১৯ সালে তিন বিজেপি কর্মীকে খুনের ঘটনার অভিযোগ উঠেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে। তখনই তার বিরুদ্ধে অভিযোগ করলেও কোনও পদক্ষেপ করেনি পুলিস। এমনটাই জানান মামলাকারীরা।তারপরেই এই খুনের মামলার তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলার দীর্ঘ শুনানির পর এদিন রায়দান করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়ে জেলবন্দি রয়েছেন শেখ শাহজাহান। তার জামিনের শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। এবার বিজেপি কর্মীদের খুনের মামলায় শাহজাহানের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরুর নির্দেশ গেল সিবিআইয়ের কাছে। যার ফলে বিপাকে পড়লেন সন্দেশখালির এই দাপুটে নেতা।