বারাসত ২ ব্লকে বেহাল রাস্তায় ঝুঁকির যাতায়াত, বাড়ছে ক্ষোভ
বর্তমান | ৩০ জুন ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে বারাসত দু’নম্বর ব্লকের গুরুত্বপূর্ণ রাস্তা। পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। যাতায়াত করতে চূড়ান্ত সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। বৃষ্টিতে রাস্তার গর্তে দাঁড়িয়ে যাচ্ছে জল। ফলে, বেহাল রাস্তা নিয়ে মানুষের ক্ষোভ ক্রমশ ঊর্ধ্বমুখী। তাই তাঁরা চাইছেন, দ্রুত এই রাস্তা সংস্কার করা হোক।
জানা গিয়েছে, বারাসত ২ নম্বর ব্লকের ফলতি-বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলিয়াঘাটা ব্রিজ থেকে ঘোষালপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটারের মধ্যে রয়েছে বেশ কয়েকটি গ্রাম। আর এই রাস্তায় পড়ে বেলিয়াঘাটা স্টেশন। বেলিয়াঘাটা বাজার, ফলতি ও দেগঙ্গার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। ফলে, রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তা একেবারেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দিনের বেলা যাতায়াত করা গেলেও, রাতে যাতায়াত দুষ্কর। বড় বড় গর্তে জমে থাকছে জল। ফলে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে হাজার হাজার মানুষ। স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, এই রাস্তার উপর দিয়ে ইটভাটার গাড়ি যায়। সেই ভারী গাড়ির চাপে রাস্তার অবস্থা এতটা শোচনীয় হয়ে গিয়েছে। মাঝেমধ্যেই রাস্তা সংস্কার হয়, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না। একই অভিযোগ করছেন অটোচালক মাসুম মোল্লা। তিনি বলেন, রাস্তা যেন পুকুরের মতো হয়ে গিয়েছে। স্টেশনে যাত্রী নিয়ে যেতে ভয় লাগে। কারণ মাঝেমধ্যেই গর্তে গাড়ি আটকে গিয়ে যাত্রীরা পড়ে যান। একইসঙ্গে গাড়িরও ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা চাই, দ্রুত রাস্তা সংস্কার করা হোক। এ বিষয়ে ফলতি-বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাজিবুর রহমান বলেন, ইটভাটার গাড়ি যাওয়ার কারণে এই রাস্তার এমন অবস্থা। নতুন করে রাস্তাটি সংস্কার করা হবে। জেলা পরিষদ থেকে সেই কাজের অনুমোদন মিলেছে। আশা করি, কয়েকদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। নিজস্ব চিত্র