• আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ, স্বরূপনগরে চাঞ্চল্য
    বর্তমান | ৩০ জুন ২০২৫
  • সংবাদদাতা, বসিরহাট: আবাস যোজনার ঘরের টাকা পাইয়ে দেওয়ার নামে ঘুষ নিয়েছেন পঞ্চায়েত সদস্য। স্বরূপনগর ব্লকের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের ২২৩ নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য অঞ্জলি ঢালি ও তাঁর স্বামী সুশান্ত ঢালির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। অভিযোগ, এক উপভোক্তা গৌতম ঘোষকে তাঁরা এই বলে ভয় দেখান যে, ১০ হাজার টাকা ঘুষ না দিলে আবাসের যোজনার দ্বিতীয় কিস্তির টাকা তাঁর অ্যাকাউন্টে ঢুকবে না। ওই বুথে আবাস যোজনায় প্রায় ২৩টি ঘর টাকা বরাদ্দ হয়েছে। অভিযোগ, সেই উপভোক্তাদের কারও কাছ থেকে ১০ হাজার, আবার কারও কাছ থেকে পাঁচ হাজার টাকা ঘুষ নিয়েছেন সুশান্ত ঢালি। আরেক উপভোক্তা প্রসেনজিৎ ঘোষও একই অভিযোগ করেছেন। শেষে ধার করে গৌতমবাবু ১০ হাজার এবং প্রসেনজিৎবাবু পাঁচ হাজার টাকা দেন সুশান্তবাবুকে এবং তারপরেই তাঁদের ঘরের পরিকাঠামোর ছবি তুলতে দেওয়া হয়।

    এদিকে, সুশান্ত ঢালিকে টাকা দেওয়ার পর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে যায় উপভোক্তাদের অ্যাকাউন্টে। এরপরই গৌতম ঘোষ, প্রসেনজিৎ ঘোষরা লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করেন। এই কথা জানতে পেরেই রবিবার সকালে সুশান্ত ঢালি নিজে গিয়ে গৌতম ঘোষকে দশ হাজারের পরিবর্তে আট হাজার টাকা এবং প্রসেনজিৎ ঘোষকে পাঁচ হাজার টাকা ফেরত দেন। যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অঞ্জলি ঢালি ও তাঁর স্বামী সুশান্ত ঢালি। তাঁরা বলেন, তাঁদের বিরুদ্ধে তৃণমূলের বেশ কিছু নেতাই ষড়যন্ত্র করছেন। এই বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যা বলার বলব। তবে বিজেপি ঘটনার সুযোগ নিতে ছাড়েনি। তারা তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেসের।
  • Link to this news (বর্তমান)