• কাজ হারিয়ে সমস্যায় পেট্রাপোলের শ্রমিকরা
    বর্তমান | ৩০ জুন ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: বাংলাদেশ থেকে ভারতে একাধিক পণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হওয়ার প্রভাব পড়েছে শ্রমিকদের মধ্যে। কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। আগামীতে শ্রমিকদের অবস্থা আরও খারাপ হবে বলে আশঙ্কা করছে ব্যবসায়ী মহল। এই পরিস্থিতিতে রবিবার পেট্রাপোল সীমান্তে শ্রমিকদের পাঁচটি সংগঠনের প্রায় এক হাজারের বেশি শ্রমিক আলোচনায় বসেন। তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে আগামী দিনে না খেয়ে মরতে হবে তাঁদের। অনেকেই অন্য পেশার সন্ধানে রয়েছেন। শ্রমিকদের আবেদন, সরকার তাঁদের কথা একটু বিবেচনা করুক। আমদানির ক্ষেত্রে কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে রাজ্যের শিল্পেও প্রভাব পড়বে। এ বিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্য আলি আহমেদ খাঁ বলেন, ‘সরকারের সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে। তবুও আমরা চাই, কেন্দ্র আমদের কথা একটু ভাবুক। বাণিজ্য বন্ধ হলে আমরা কর্মহীন হয়ে পড়ব।’
  • Link to this news (বর্তমান)