নিজস্ব প্রতিনিধি, বরানগর: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রবিবার সকালে ঘোলায় পথ অবরোধ করেন এলাকাবাসীরা। এদিন সকাল ১১টা নাগাদ সি আর রোড অবরোধ করা হয়। পরে পানিহাটি পুরসভার চেয়ারম্যান ও স্থানীয় কাউন্সিলার এসে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
সোদপুর মধ্যমগ্রাম রাস্তায় ঘোলা থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সিআর রোড দীর্ঘদিন ধরে বেহাল। এই রাস্তা দিয়েই শহরের ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের সিংহভাগ মানুষ যাতায়াত করেন। কিন্তু খানাখন্দে ভরা এই রাস্তা চলতি বর্ষায় জল জমে আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। ফলে, ছোটখাট দুর্ঘটনা লেগেই আছে। এদিন সকাল ১১টা নাগাদ তিতিবিরক্ত এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে তীব্র যানজট হয়। ঘোলা থানার পুলিস এসেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। খবর পেয়ে পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে ঘটনাস্থলে পৌঁছে মানুষের ক্ষোভ নিয়ন্ত্রণ করেন। তিনি বলেন, ওই রাস্তা সত্যি খারাপ হয়ে রয়েছে। জলের পাইপলাইনের কাজ হওয়ায় সমস্যা আরও বেড়েছে। তবে পূর্তদপ্তর ওই রাস্তার কাজ করবে। আট কোটি টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি হবে।