পার্কিং থেকে গাড়ি বের করতে গিয়ে ধাক্কা মা-মেয়েকে, বরাতজোরে রক্ষা
বর্তমান | ৩০ জুন ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বরানগর: নামকরা কাপড়ের শোরুমের সামনে পার্ক করা গাড়ি বের করতে গিয়ে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। সোদপুরে রবিবার সন্ধ্যায় এই ঘটনায় কেনাকাটা করতে আসা এক মা ও মেয়ে জখম হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তাঁরা কার্যত বরাত জোরে রক্ষা পেয়েছেন। চারচাকা গাড়ির ধাক্কায় কয়েকটি বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটি আটক করেছে পুলিস। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, চালক ভুল করে ব্রেকের বদলে অ্যাক্সিলেটরে পা দেওয়াতেই এই ঘটনা। তবে এই ঘটনায় রাত পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিস আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করছে।
জানা গিয়েছে, সোদপুর ট্র্যাফিক মোড় থেকে সোদপুর-মধ্যমগ্রাম রাস্তা ধরে সামান্য এগলেই ওই শোরুম। তার সামনের অংশেই রয়েছে কার পার্কিংয়ের ব্যবস্থা। রবিবার সন্ধ্যায় ক্রেতাদের ভালোই ভিড় জমেছিল। বিপ্লব ঢালি নামে এক ব্যক্তি পার্কিং জোনে গাড়ি রেখে শোরুমে কেনাকাটা করেন। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ তিনি সেখান থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন। পার্কিং থেকে গাড়ি বের করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। আচমকা গাড়িটি দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে ডান দিকে ঘুরে যায়। ওই সময় পার্কিংয়ের সামনে দাঁড়িয়েছিলেন বৃদ্ধা সিতু চন্দ ও তাঁর মেয়ে মৌসুমি মণ্ডল। তাঁদের সরাসরি ধাক্কা দিয়ে গাড়িটি পরপর চারটি বাইকে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। মা ও মেয়ে দু’দিকে ছিটকে পড়েন। গাড়ির বনেটের সামনে পড়ে যাওয়ায় মৌসুমিদেবীকে বেশ কিছুটা দূরে কার্যত ঠেলে নিয়ে যায় গাড়িটি। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে রবিবার সন্ধ্যার জমজমাট সোদপুরে। খড়দহ থানা ও পানিহাটি ট্র্যাফিক গার্ড থেকে পুলিস চলে আসে কিছুক্ষণের মধ্যে। গাড়ির চালক হাতজোড় করে নিজের ভুল স্বীকার করায় পরিস্থিতি শান্ত হয়। জখম মা ও মেয়েকে সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, মায়ের চোট খুব একটা গুরুতর নয়। তবে মেয়ের পায়ে ভালোই চোট লেগেছে। তাঁর পায়ের একটি আঙুল ভেঙে গিয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন। পুলিস জানিয়েছে, গাড়িটি আটক করা হয়েছে। রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।