• রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদে দু’জনের শপথ
    দৈনিক স্টেটসম্যান | ৩০ জুন ২০২৫
  • রাজ্যের তথ্য কমিশনেরর সদস্য পদে শপথ নিলেন প্রাক্তন আইআরএস অফিসার সঞ্চিতা কুমার সান্যাল ও মৃগাঙ্ক মাহাতো। সঞ্চিতা কুমার সান্যাল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের স্ত্রী। আর মৃগাঙ্ক মাহাতো তৃণমূলের প্রাক্তন সাংসদ। সোমবার রাজভবনে তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

    রাজ্যের তরফে তথ্য কমিশনের সদস্য পদে এই দু’জনকে নিয়োগের প্রস্তাব আসে রাজ্যপালের কাছে। প্রায় দেড়মাস আগে এই দু’জনকে ওই পদে নিয়োগের সম্মতি দেন সিভি আনন্দ বোস। সোমবারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ অন্যরা।

    রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদে নিয়োগের জন্য তিন সদস্যের একটি কমিটি রয়েছে। সেই কমিটিতে রয়েছেন – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গত মার্চে সংশ্লিষ্ট কমিটির বৈঠক হয়। যদিও সেই বৈঠকে শুভেন্দু অধিকারী ছিলেন না।

    কমিটির বাকি দুই সদস্য অর্থাৎ মুখ্যমন্ত্রী ও পরিষদীয় মন্ত্রী আটটি নামের মধ্য থেকে সঞ্চিতা কুমার সান্যাল ও মৃগাঙ্ক মাহাতোকে বেছে নেন। তারপর নবান্ন হয়ে সেই নাম যায় রাজভবনে। রাজ্যপাল সম্মতি দেন মাসদেড়েক আগে। অবশেষে সোমবার রাজ্যের তথ্য কমিশনেরর সদস্য পদে শপথ নিলেন ওই দু’জন।

    পশ্চিমবঙ্গের তথ্য কমিশনার পদে রয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি শ্রীবীরেন্দ্র। নতুন দুই সদস্য নিয়োগের ফলে কমিশনের কাঠামো আরও মজবুত হল বলেই জানাচ্ছে সরকার পক্ষ। প্রাক্তন আয়কর আধিকারিক সঞ্চিতা চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়েছেন। মৃগাঙ্ক ২০১৪ সালে পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে মৃগাঙ্ক রাজনীতির সঙ্গে যুক্ত নন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)