• আসানসোলে বাড়িতে আগুন, একই পরিবারের ৩ জনের মৃত্যু
    দৈনিক স্টেটসম্যান | ৩০ জুন ২০২৫
  • আসানসোলের এক বাড়িতে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল তিন জনের। ওই তিন জনই একই পরিবারের সদস্য। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান। পশ্চিম বর্ধমানের দক্ষিণ আসানসোল থানা এলাকার ওই বাড়িটিতে শনিবার গভীর রাতে আগুন লাগে। ঘটনার জেরে তিন জনের মৃত্যু হয়েছে।

    পুলিশ জানিয়েছে, বাবলু সিংহ (৫১), শ্বশুর বীরেন্দ্রনাথ চন্দ্র (৬৬) এবং শাশুড়ি গায়েত্রী চন্দ্র (৫৭) জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন। বাবলু সিংহর স্ত্রী ও ছেলের গায়েও আগুন লেগেছে বলে খবর। অগ্নিদগ্ধ অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত বাবলু সিংহ পেশায় ব্যবসায়ী ছিলেন। আগুনের গ্রাসে চলে যাওয়ায় ফতেপুরের বৈশালি পার্কের ওই বাড়িটির অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

    প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে শোকের ছায়া স্থানীয় এলাকায়। বাবলু সিংহের স্ত্রী শিল্পী চট্টোপাধ্যায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। আসানসোল জেলা হাসপাতাল প্রথমে তাঁকে ভর্তি করা হলেও পরে সেখান থেকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি কিছুটা সুস্থ হলে তাঁর কাছ থেকে আগুন লাগার বিষয়ে কিনারা করবে পুলিশ।

    বাড়িটি এই মুহূর্তে সিল করেছে পুলিশ। শনিবার রাতে ওই বাড়ি থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখেন প্রতিবেশীরা। জানা গিয়েছে, বাড়িটির ফলস সিলিংয়ে প্লাইউডের কাজ করা ছিল। সে জন্যই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। মর্মান্তিক অগ্নিকাণ্ডের জেরে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)