• বয়স্ক ব্যক্তিকে রাস্তায় ফেলে মারধর, খড়্গপুরের তৃণমূল নেত্রীকে শোকজ় করল তৃণমূল
    এই সময় | ৩০ জুন ২০২৫
  • পশ্চিম মেদিনীপুরের খরিদা এলাকায় ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছিল এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলেকে শোকজ় করল তৃণমূল কংগ্রেস। তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

    মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা বলেন, ‘দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে আগামী তিন দিনের মধ্যে ওঁকে (বেবি কোলে) এই অশোভনীয় আচরণের উপযুক্ত কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। দল এই ধরনের আচরণ সমর্থন বা অনুমোদন করে না।’ এছাড়াও, আইনত যা পদক্ষেপ নেওয়ার, তা পুলিশ-প্রশাসনকে নেওয়ার অনুরোধ জানিয়েছেন জেলা সভাপতি। তৃণমূলের তরফে একটি এফআইআর দায়ের করা হয়েছে বলেও খবর।

    জানা গিয়েছে, খরিদা এলাকায় বাড়ির দেওয়াল ভাঙা নিয়ে স্থানীয় বাসিন্দা দুর্গা সাহুর সঙ্গে বিরোধ ছিল অভিযুক্ত তৃণমূল নেত্রীর। দুর্গা সাহুকে নিয়ে আজ, সোমবার খড়্গপুর থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন অনিল দাস নামে এক ব্যক্তি।

    অভিযোগ, সেই কারণেই রাস্তার উপর অনিল দাস নামে ওই ব্যক্তির উপর আক্রমণ করা হয়। রাস্তায় ফেলে মারধর, জুতোপেটা, গায়ে রং ছিটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বেবি সাহার বিরুদ্ধে। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ঘটনায় চরম নিন্দা প্রকাশ করেন স্থানীয় বিরোধী নেতৃত্ব।

  • Link to this news (এই সময়)