হাতে আর সময় নেই, একটু পরেই ৬ জেলায় ঝেঁপে বৃষ্টি, তিনদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ...
আজকাল | ০১ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নিম্নচাপের ভ্রুকুটি। উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের ঘনঘটা। টানা সাতদিন একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সতর্কতা জারি রয়েছে মৎস্যজীবীদের জন্যেও।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দুপুর একটার পর দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
সোমবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে। আগামিকাল, মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৬ জুলাই পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।