• কাহিনীর পাতা থেকে উঠে আসা 'শাইলক', সুদ আদায় করতে হিংস্রতায় চমকে গেলেন সকলেই ...
    আজকাল | ০১ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অতিরিক্ত সুদ আদায়ের জন্য এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠল ওই মহিলার প্রতিবেশী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জায়গীর বালাবাড়ি এলাকায়। শেষপর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। 

    নির্যাতিতার অভিযোগ, বেশ কয়েকদিন আগে তিনি ও তাঁর স্বামী স্থানীয় মজদুল হক নামে এক ব্যক্তির কাছে একটি সোনার আংটি বন্দক রেখে ৫ হাজার টাকা নিয়েছিলেন। সেইসময় মজিদুল কোনও সুদের কথা না বললেও সোমবার যখন ওই গৃহবধূ আংটি ফেরত আনতে গেছিলেন তখন তাঁকে বলা হয় ১৫ হাজার টাকা দিয়ে আংটি ছাড়াতে হবে। এই নিয়ে শুরু হয় বচসা। 

    অভিযোগ, এরপরেই মজিদুল ও তার স্ত্রী মিলে ওই মহিলাকে জোর করে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে তাঁকে প্রায় বিবস্ত্র করে নিষ্ঠুরের মতো মারতে থাকে। কোনওরকমে প্রাণে বেঁচে ছাড়িয়ে স্থানীয় সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পরে তাঁকে ভর্তি করা হয় বামনহাট হাসপাতালে।‌

    খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয় বিক্ষোভ। সুদ আদায়ের জন্য মজিদুলের অত্যাচার সীমা ছাড়িয়ে গিয়েছে, এই অভিযোগ তুলে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকেন। ঘেরাও করা হয় অভিযুক্তের বাড়ি। এরপর পুলিশ এলে অভিযুক্তকে তাদের হাতে তুলে দেয় এলাকাবাসী। তাঁকে গ্রেপ্তার করা হয়।
  • Link to this news (আজকাল)