হুল দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা হুগলিতে, মন্ত্রী-বিধায়কের সঙ্গে হাজির হাজার হাজার আদিবাসী...
আজকাল | ০১ জুলাই ২০২৫
মিল্টন সেন, হুগলি: হুল দিবস উপলক্ষে বিশাল শোভাযাত্রা হুগলিতে। সাড়ম্বরে পালিত হল ১৭১তম ঐতিহাসিক হুলদিবস। সোমবার সকালে হরিপাল ব্লক সিধু মুর্মু ও কানু মুর্মু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
এদিন হরিপাল ডাকবাংলো থেকে শুরু হয় শোভাযাত্রা। কয়েক কিলোমিটার রাস্তা পেরিয়ে বাসুদেবপুরে সিদু- কানু মূর্তির পাদদেশে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক ডাঃ করবী মান্নার নেতৃত্ত্বে শোভাযাত্রার যোগ দেন কয়েক হাজার আদিবাসী এবং সমাজের সর্বস্তরের বিশিষ্ট মানুষ।
এরপর বাসুদেবপুরে সিধু- কানু মূর্তিতে মাল্যদান করে ১৮৫৫ সালে স্বাধীনতা আন্দোলনের বীর আদিবাসী শহীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আদিবাসী সমাজের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।