মেয়াদ বাড়ানো হল রাজ্যের মুখ্যসচিবের, আরও ছয় মাস এই পদের দায়িত্ব সামাল দেবেন তিনি...
আজকাল | ০১ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কর্মজীবনের মেয়াদ বাড়ল রাজ্যের মুখ্যসচিব ডঃ মনোজ পন্থের। আরও ছয় মাস রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব সামাল দেবেন তিনি। সোমবার ৩০ জুন এই মর্মে কেন্দ্রীয় সরকারের সম্মতিপত্র পেয়েছে রাজ্য সরকার।
জানা গিয়েছে, জুন মাসেই কর্মজীবনের মেয়াদ শেষ হত মনোজ পন্থের। এরপর রাজ্য সরকারের তরফে কেন্দ্রের কাছে আবেদন জানানো হয় তাঁর কর্মজীবনের মেয়াদ বৃদ্ধির জন্য। আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রের তরফে এবিষয়ে সম্মতি জানানো হয়। সেই হিসেবে আগামী ১ জুলাই থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব সামাল দেবেন তিনি।
উল্লেখ্য, ১৯৯১ সালের ব্যাচের আইএএস অফিসার মনোজ পন্থ মুখ্যসচিবের দায়িত্ব নেওয়ার আগে রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামাল দিয়েছেন। সামাল দিয়েছেন অর্থ দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব।