• সন্ধান চাই, খুঁজে দিলেই মিলবে ৫০০০ টাকা পুরষ্কার, দেওয়ালে দেওয়ালে পোস্টার...
    আজকাল | ০১ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আদরের পুচু নিখোঁজ। সন্ধান দিতে পারলেই মিলবে ৫০০০ টাকা পুরষ্কার। পোস্টারে পোস্টারে ছেয়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর শহর। পুচু হল ১ বছর বয়সী একটি হুলো বিড়াল। গত একমাস ধরে সে নিখোঁজ। 

    পুচুকে না দেখতে পেয়ে তার সঙ্গী বিড়াল পুচুলির মন খারাপ। খাওয়া দাওয়া লাটে উঠেছে। তাই উপায়ন্তর না দেখে বারুইপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের শাহজাহান রোডের বাসিন্দা গৃহবধূ শোভা মিত্র এই পুরষ্কারের কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, তাঁর বাড়িতে দুটো বিড়াল। একটি নিখোঁজ হয়ে যাওয়ার জন্য আরেকটির মন খারাপ। 

    তিনি জানান, সম্প্রতি দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন তাঁরা। বাড়ি ফিরে দেখেন পুচু নেই। এদিক ওদিক খুঁজে না পেয়ে এরপর তিনি পোস্টার সাঁটিয়েছেন বলে জানান।‌ যেখানে তিনি তাঁর ফোন নম্বরও উল্লেখ করে দিয়েছেন। যদি এতেও কাজ না হয় তবে বারুইপুরে মাইকিং করবেন বলেও জানিয়েছেন। নিখোঁজ বিড়ালের জন্য এই পোস্টার অনেকের চোখেই পড়েছে। দেখার বিষয়, শেষপর্যন্ত কে পুচুকে খুঁজে দিয়ে নগদ ৫০০০ টাকা পকেটস্থ করেন।
  • Link to this news (আজকাল)