আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহের প্রথম দিনে টানা চলছে মেট্রো দুর্ভোগ। এদিন সকালে লাইনে জল জমার সমস্যা কাটিয়ে ওঠার কিছুক্ষণের মধ্যেই ফের বন্ধ হল মেট্রো। জানা গিয়েছে, এদিন সকালে ১১.২০ নাগাদ বেলগাছিয়া স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ মারেন এক যাত্রী। সেই সময় প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছিল। ব্যক্তির ওপর দিয়ে অনেকটা গড়িয়ে যায় ট্রেনের চাকা। তাঁর অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। মেট্রোরেল সূত্রে খবর, রেললাইনের বিদ্যুৎ বন্ধ করে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় ব্যাহত হয়েছে ব্লু-লাইনে মেট্রো চলাচল। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রো। কবি সুভাষ থেকে গিরিশ পার্ক পর্যন্ত ট্রেন চালানো হচ্ছে। তবে অফিস টাইমে বিভ্রাট হওয়ায় প্ল্যাটফর্মে ব্যাপক ভিড়।
চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন নিত্যযাত্রীরা। প্রসঙ্গত, সোমবার সকালে দিকে মেট্রোরেলের লাইন জলে ডুবে যাওয়ার কারণে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। গিরিশ পার্ক স্টেশন থেকে ময়দান পর্যন্ত বন্ধ ছিল মেট্রো। সপ্তাহের শুরুর দিনেই অফিস টাইমে মেট্রো বিভ্রাট হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। গিরিশ পার্ক স্টেশন জুড়ে যাত্রীদের ভিড় জমে যায়। মেট্রোরেল সূত্রে জানা যায়, লাইনে জল জমে যাওয়ার কারণে গিরিশ পার্ক থেকে ময়দান পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল মেট্রো চলাচল। তবে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত ট্রেন চালানো হয়। সেই পরিস্থিতি কাটিয়ে মেট্রো চলাচল স্বাভাবিক হয়। তার কিছুক্ষণের মধ্যেই ফের এই ঘটনা ঘটায় আবারও কর্তৃপক্ষকে বন্ধ রাখতে হয় পরিষেবা।