• শোকজের জবাব দিলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন
    দৈনিক স্টেটসম্যান | ০১ জুলাই ২০২৫
  • শোকজের জবাব দিলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। কালীগঞ্জে নিহত তরুণীর বাড়িতে গিয়ে পরিবারকে আর্থিক সাহায্য করতে চেয়েছিলেন হুমায়ুন। দলের নেতৃত্বকে না জানিয়ে নিহত কিশোরীর বাড়িতে যাওয়ায় রুষ্ট হয় তৃণমূল হাইকমান্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় হুমায়ুনকে শোকজ করা হয়। ৭২ ঘণ্টার মধ্যে তাঁর কাছে লিখিত জবাব চাওয়া হয় দলের তরফে।

    রবিবার রাজ্য নেতৃত্বকে চিঠি দিয়ে শোকজের জবাব দিয়েছেন প্রাক্তন পুলিশকর্তা তথা প্রাক্তন মন্ত্রী। সোমবার হুমায়ুন জানান, তিনি দলকে জবাব পাঠিয়ে দিয়েছেন। যদিও চিঠিতে তিনি কী লিখেছেন, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রাক্তন পুলিশকর্তা। তৃণমূল নেতৃত্ব সূত্রের খবর, জবাবে হুমায়ুন ভুল স্বীকার বা দুঃখপ্রকাশ কোনওটাই করেননি। ফলে এই ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে, তা এখন দলের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

    এর আগেও প্রাক্তন মন্ত্রী হুমায়ুনের জন্য অস্বস্তিতে পড়তে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। বিধানসভার অধিবেশনেও একাধিক বার নানা প্রশ্ন তুলে দলের ক্ষোভের মুখে পড়েছেন হুমায়ুন। দিঘায় জগন্নাথ মন্দির গড়তে রাজ্য সরকারের কত টাকা খরচ হচ্ছে, সেই বিষয়ে প্রশ্ন তুলে বিধানসভার অধিবেশনে শোরগোল বাধিয়ে দিয়েছিলেন তিনি। শেষে তৃণমূল পরিষদীয় দল কড়া ধমক দিয়েছিল ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে।

    তৃণমূল সূত্রের খবর, শোকজের জবাব ভুল স্বীকার বা দুঃখপ্রকাশ, কোনওটিই করেননি হুমায়ুন। তিনি কেন ওই নিহত কিশোরীর বাড়িতে গিয়েছিলেন, সেই বিষয়টিই বিস্তারিত জানিয়েছেন। বিধায়ক জানিয়েছেন, তিনি রাজনৈতিক নেতা হিসাবে কোনও দলের তরফে নিহতের পরিবারকে অর্থসাহায্য করতে যাননি। তাঁর আলাদা একটি অরাজনৈতিক সংগঠন রয়েছে। সেই সংগঠনের তরফে অর্থসাহায্য করতে গিয়েছিলেন।

    প্রসঙ্গত, নিহত কিশোরীর পরিবারকে হুমায়ুন আর্থিক সাহায্য করতে চাইলেও টাকা নেননি মৃতের মা সাবিনা বিবি। তিনি তৃণমূল বিধায়ককে সাফ জানিয়ে দিয়েছিলেন, টাকা নেওয়ার মতো কেউ তাঁর বাড়িতে নেই। তাঁর বাড়ি আছে, জমি আছে, টাকারও প্রয়োজন নেই। তিনি শুধু মেয়ের খুনিদের শাস্তি পেতে দেখতে চান। সাবিনা বিবি চিৎকার করে বলেন, ‘আমাদের টাকার প্রয়োজন নেই, আমি আমার মেয়ের ন্যায়বিচার চাই।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)