• আরও বিপাকে শাহজাহান, সন্দেশখালিতে ৩ বিজেপি কর্মী খুনে CBI তদন্তের নির্দেশ
    প্রতিদিন | ০১ জুলাই ২০২৫
  • গোবিন্দ রায়: আরও বিপাকে সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান। তিন বিজেপি নেতা খুনে নাম জড়িয়েছিল তাঁর। এবার সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত সিবিআইয়ের যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

    ২০১৯ সালের ৮ জুন ন্যাজাটে খুন হন দেবদাস মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং প্রদীপ মণ্ডল। তিনজনই বিজেপি কর্মী। তাদের দুজনের দেহ উদ্ধার করা গেলেও এখনও একজনের দেহ উদ্ধার হয়নি। এই ঘটনায় নাম জড়িয়েছিল সন্দেশখালির ‘ত্রাস’ শাহজাহানের। সিনিই অন্যতম অভিযুক্ত। অভিযোগ, এলাকায় দলীয় পতাকা খোলা কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। শুরু হয় বোমাবাজি-গুলি। বিজেপি কর্মী সুকান্ত মণ্ডল ও প্রদীপ মণ্ডল নামে দুই বিজেপি কর্মীর চোখে গুলি লাগে। এখনও হদিশ মেলেনি দেবদাসের। পরিবারের দাবি, তাঁকেও খুন করা হয়েছিল। বিষয়টি নিয়ে গতবছর হাই কোর্টের দ্বারস্থ হয় স্বজনহারা পরিবারগুলি। সেই মামলায় এদিন সিবিআই তদন্তের নির্দেশ দিল হাই কোর্ট।

    গত বছরের গোড়ায় তদন্তে সন্দেশখালিতে যাওয়ার ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় জড়িয়ে যায় জেলা পরিষদের তৎকালীন কর্মাধ্যক্ষ তথা ব্যবসায়ী শেখ শাহজাহানের নাম। দীর্ঘ ৫৪ দিন পর পুলিশের জালে ধরা পড়েন তিনি। পরবর্তীকে সিবিআই এবং ইডি – দুই কেন্দ্রীয় সংস্থাই শাহজাহানকে গ্রেপ্তার করে। রেশন দুর্নীতি মামলায় এই মুহূর্তে জেলবন্দি শাহজাহান। এবার বিজেপি কর্মী খুনের অভিযোগেও তাঁর বিরুদ্ধে তদন্তে নামছে সিবিআই।
  • Link to this news (প্রতিদিন)