সব জলে! রায়দিঘির জেটিতে ধাক্কা খেয়ে মণি নদীতে ডুবে গেল ট্রলার, মাথায় হাত মৎস্যজীবীদের
আনন্দবাজার | ৩০ জুন ২০২৫
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির জেটিতে দুর্ঘটনা। মণি নদীতে ডুবে গেল একটি মৎস্যজীবী ট্রলার। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটির নাম ‘মা অন্নপূর্ণা।’ বঙ্গোপসাগরে ইলিশ ধরতে যাচ্ছিল ট্রলারটি। ট্রলারে ছিল প্রায় চার হাজার লিটার ডিজ়েল, ইলিশ ধরার দামি জাল এবং প্রচুর বরফ।
জানা যাচ্ছে, রবিবার রাত তিনটে নাগাদ রায়দিঘি জেটিঘাটে নোঙর করার সময় ওই বিপত্তি হয়। জেটি থেকে কিছুটা বেরিয়ে থাকা দুটি মোটা লোহার রড ট্রলারের তলায় ঢুকে যায়। তার ফলে এক পাশ থেকে ট্রলারটিতে ফুটো হয়ে যায় এবং দ্রুত জল ঢুকতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই ট্রলারটি জলের তলায় তলিয়ে যায়। বস্তুত, তীরের কাছে জেটির একেবারে লাগোয়া অংশেই ট্রলারটি ডুবে যায়। চেষ্টা করে কোনও ভাবে ট্রলারটিকে রক্ষা করতে পারেননি মৎস্যজীবীরা।
এই দুর্ঘটনার ফলে ট্রলারের মালিক ও সংশ্লিষ্ট মৎস্যজীবীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। প্রাথমিক অনুমান, লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ওই ঘটনার পরই স্থানীয় মৎস্যজীবী এবং প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়। তবে এখনও পর্যন্ত ট্রলারটি সম্পূর্ণ ভাবে উদ্ধার করা সম্ভব হয়নি।
ওই ঘটনার প্রেক্ষিতে জেটি এলাকার নিরাপত্তা এবং পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, অনেক দিন ধরে রায়দিঘি জেটিঘাটের দুরবস্থা নিয়ে তাঁরা অভিযোগ করে আসছেন। কিন্তু প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। তার পরে মাছ ধরার ভরা মরসুমে এমন দুর্ঘটনার ফলে মৎস্যজীবী পরিবারগুলি দুশ্চিন্তায় পড়েছে। কী ভাবে দুর্ঘটনা হল, তদন্ত শুরু করেছে প্রশাসন।