• ধর্ষণের অভিযোগ: মুর্শিদাবাদের কার্তিক মহারাজকে থানায় হাজিরা দেওয়ার নোটিস দিল পুলিশ
    আনন্দবাজার | ৩০ জুন ২০২৫
  • ধর্ষণ, জোর করে গর্ভপাত করানোর অভিযোগে অভিযুক্ত স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজকে থানায় হাজিরার নোটিস দিল মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ। সোমবার বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের অফিসে যায় পুলিশ। পদ্মশ্রী প্রাপ্ত মহারাজ সেই সময় আশ্রমে ছিলেন না। তাই আশ্রমের এক প্রতিনিধিকে নোটিস দিয়ে যান থানার আইসি।

    কার্তিক মহারাজের বিরুদ্ধে প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রতারণা এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগ দায়ের হয়েছে থানায়। এ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই আগামী ১ জুলাই, মঙ্গলবার নবগ্রাম থানায় হাজির হতে বলা হয়েছে নোটিসে।

    সম্প্রতি কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ করেন এক মহিলা। অভিযোগকারিণীর দাবি অনুযায়ী, ২০১৩ সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাঁকে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে তাঁকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য তাঁকে একটি ঘরও দেওয়া হয়েছিল। সেখানে নাকি এক রাতে আচমকাই মহারাজ হাজির হয়েছিলেন। তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগকারিণী। তাঁর আরও অভিযোগ, তার পর দিনের পর দিন তাঁর উপর শারীরিক অত্যাচার চালানো হয়েছে। এমনকি, তিনি সন্তানসম্ভবা হয়ে পড়লে জোর করে তাঁর গর্ভপাত করানো হয়। গত বৃহস্পতিবার রাতে এই মর্মে কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ওই মহিলা।

    অন্য দিকে, অভিযুক্ত কার্তিক মহারাজ সমস্ত অভিযোগ আগেই অস্বীকার করেছেন। তিনি বলেছিলেন,‘‘আমি সন্ন্যাসী। সন্ন্যাসীদের জীবনে এমন বাধাবিপত্তি আসে। এমনটা অপ্রত্যাশিত নয়।’’ সোমবার পুলিশের নোটিস দেওয়া প্রসঙ্গে কার্তিক মহারাজ জানিয়েছেন, গোটা বিষয়টি তাঁর লিগাল সেল দেখছে। তিনি ব্যক্তিগত ভাবে কিছু বলবেন না।
  • Link to this news (আনন্দবাজার)