• টিকিট ‘কনফার্মড’ কি? জানতে আর ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে পর্যন্ত অপেক্ষা করতে হবে না যাত্রীদের
    আনন্দবাজার | ৩০ জুন ২০২৫
  • দূরপাল্লার ট্রেনের অপেক্ষমাণ টিকিট নিশ্চিত (ওয়েটিং লিস্টের টিকিট কনফার্মড) কি? সেই তথ্য জানতে এত দিন যাত্রীদের অপেক্ষা করতে হত ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে পর্যন্ত। কিন্তু এ বার আট ঘণ্টা আগেই ট্রেনের নিশ্চিত আসনের তালিকা প্রকাশ করা হবে! ভারতীয় রেলবোর্ডের তরফে এই প্রস্তাবই দেওয়া হয় রেল মন্ত্রককে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, রেলবোর্ডের প্রস্তাবে সবুজ সঙ্কেত দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলবোর্ডকে বিষয়টি দ্রুত বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ করতে বলেছেন!

    জানা গিয়েছে, সম্প্রতি রেলমন্ত্রীর সভাপতিত্বে একটি পর্যালোচনা বৈঠক হয়। সেই বৈঠকেই অপেক্ষামাণ টিকিট নিশ্চিতকরণ বিষয়টি নিয়ে আলোচনা হয়। রেল মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ট্রেনের নিশ্চিত আসনের তালিকা আট ঘণ্টা আগে প্রকাশ করার বিষয়টি নিয়ে রেলকর্তাদের কাজ করতে বলেছেন রেলমন্ত্রী।

    দূরপাল্লার ট্রেনে যাতায়াত করতে অনেকেই আগে থেকে সংরক্ষিত টিকিট কাটেন। দু’মাস আগে থেকেই সংরক্ষিত টিকিট কাটার সুযোগ পান যাত্রীরা। অনেক ট্রেনের ক্ষেত্রে বুকিং শুরুর কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই টিকিট ফুরিয়ে যায়। এর পর লম্বা হতে থাকে ‘ওয়েটিং লিস্ট’ (অপেক্ষমাণ তালিকা)। সংশ্লিষ্ট টিকিট নিশ্চিত (কনফার্মড) হয়েছে কি না, তা জানতে যাত্রীদের এত দিন অপেক্ষা করতে হত ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে পর্যন্ত। ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে রেল প্রকাশ করত ট্রেনের নিশ্চিত আসনের তালিকা।

    টিকিট নিশ্চিত হলে ঝামেলা থাকে না। কিন্তু যদি তালিকায় নাম না-থাকে তবে বিপদে পড়েন যাত্রীরা। অনেকেই প্রত্যন্ত এলাকা থেকে ট্রেন ধরতে আসেন অনেক দূরের স্টেশনে। বেশির ভাগ ক্ষেত্রেই বাড়ি থেকে বার হওয়ার পরেই যাত্রীরা জানতে পারেন, তাঁদের গন্তব্যের টিকিট নিশ্চিত হয়েছে কি না! যদি না হয়, তখন বিকল্প ব্যবস্থা করতে অনেক ঝক্কি পোহাতে হয়। আবার কেউ কেউ যাত্রা বাতিল করে দেন! রেল মন্ত্রকের বিবৃতিতে যাত্রীদের অসুবিধার এই বিষয়টি উল্লেখ করেছে। বলা হয়েছে, ‘‘টিকিট যদি নিশ্চিত না হয় তবে সংশ্লিষ্ট যাত্রীরা বিকল্প ব্যবস্থা করতে আরও অনেকটা সময় পাবেন!’’

    দিন কয়েক আগে শোনা গিয়েছিল, চার ঘণ্টার পরিবর্তে ২৪ ঘণ্টা আগে ট্রেনের নিশ্চিত আসনের তালিকা প্রকাশ করার ব্যাপারে ভাবনাচিন্তা করছে রেল। এমনকি, রাজস্থানের বিকানের বিভাগে পরীক্ষামূলক ভাবে বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। তবে সম্প্রতি, রেল মন্ত্রকের বৈঠকে ২৪ ঘণ্টার বদলে আট ঘণ্টা আগে ট্রেনের নিশ্চিত আসনের তালিকা প্রকাশ করার বিষয়ে কথাবার্তা হয়েছে। রেলমন্ত্রীও বিষয়টি নিয়ে দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছেন।
  • Link to this news (আনন্দবাজার)