এসএসসি নিয়োগ মামলায় চতুর্থ সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করল সিবিআই, অভিযুক্ত আরও এক
আনন্দবাজার | ৩০ জুন ২০২৫
স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার চতুর্থ সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করল সিবিআই। কেন্দ্রীয় সংস্থার তরফে সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে ওই চার্জশিট পেশ করা হয়।
চতুর্থ সাপ্লিমেন্টরি চার্জশিটে নাম রয়েছে আব্দুল খালেকের। তাঁর বিরুদ্ধে এসএসসি-র একাদশ-দ্বাদশ, নবম-দশম শ্রেণির শিক্ষক এবং গ্রুপ সি, গ্রুপ ডি-র শিক্ষাকর্মী নিয়োগ মামলায় চাকরির দেওয়ার নাম করে ‘এজেন্ট’ হিসেবে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। তাঁর কাছ থেকে উদ্ধার করা নথিপত্রের তালিকাও পেশ করা হয়েছে আদালতে। এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ২০২৩ সালে খালেককে গ্রেফতার করেছিল সিবিআই।
এসএসসি নিয়োগ মামলায় এর আগে সিবিআইয়ের তরফে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ, মধ্য শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসি-র প্রাক্তন সচিব সুবীরেশ ভট্টাচার্য ও অশোক সাহা এবং ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থা নাইসা-র কয়েক জন আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। তা ছাড়া, নিয়োগ দুর্নীতির টাকা লেনদেন জড়িত কয়েক জন ‘এজেন্ট’ এবং এসএসসি-র কর্মচারী, আধিকারিকদের বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হয়েছে।