• মুখ্যসচিব মনোজ পন্থের মেয়াদ ছ’মাস বাড়াল নবান্ন, কেন্দ্রের অনুমোদন পেয়েই জারি বিজ্ঞপ্তি
    আনন্দবাজার | ৩০ জুন ২০২৫
  • মুখ্যসচিব মনোজ পন্থের কার্যকালের মেয়াদ ছ’মাসের জন্য বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার নবান্ন থেকে এ সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

    সোমবার তাঁর অবসরগ্রহণের দিন ছিল। কেন্দ্রীয় সরকারের কাছে তাঁর এক বছরের মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার ছ’মাস মেয়াদ বৃদ্ধির অনুমতি দিয়েছে। কেন্দ্রীয় কর্মিবর্গ, জন অভিযোগ এবং পেনশন বিষয়ক মন্ত্রকের আন্ডার সেক্রেটারি ভূপেন্দ্র পাল সিংহ সোমবার এ সংক্রান্ত চিঠি পাঠান নবান্নে। তা মেনে নিয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মনোজকে মুখ্যসচিব পদে বহাল রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে নবান্ন।

    গোপালিকের মেয়াদ বৃদ্ধিতে দিল্লি অনুমোদন না দেওয়ায় মনোজকেই নতুন মুখ্যসচিব হিসাবে বেছে নিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রসঙ্গত, প্রয়াত প্রণব মুখোপাধ্যায় ইউপিএ জমানায় কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালীন মনোজ পন্থ তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন। পরে কেন্দ্রে যুগ্মসচিব হয়েছিলেন তিনি। পরবর্তী কালে ওয়াশিংটনে বিশ্বব্যাঙ্কের সদর দফতরে নয়াদিল্লির প্রতিনিধি হিসাবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে মনোজের।
  • Link to this news (আনন্দবাজার)