• কালিয়াচকের নার্সিংহোমকে পাঁচ লক্ষ টাকা জরিমানা, বাদ স্বাস্থ্যসাথী থেকে
    বর্তমান | ০১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: সদ্যোজাত শিশু সহ পরপর প্রসূতির মৃত্যু। জাল করা হয় স্বাস্থ্যসাথীর নথিও। এসব নানা অভিযোগ খতিয়ে দেখে সোমবার কালিয়াচকের একটি নার্সিংহোমকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করল মালদহ জেলা প্রশাসন ও স্বাস্থ্যদপ্তর। একই সঙ্গে স্বাস্থ্যসাথী তালিকা থেকে বাদ দেওয়া হল ওই নার্সিংহোমের নাম। 

    সম্প্রতি কালিয়াচকের ওই নার্সিংহোমে এক গর্ভবতী ও এক প্রসূতির মৃত্যু হয়। সঙ্গে এক সদ্যোজাতর মৃত্যু হয়েছিল। এনিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির গুরুতর অভিযোগ সামনে আসে। 

    পাশাপাশি, নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে রোগীর  স্বাস্থ্যসাথী নথি জাল করারও অভিযোগ ওঠে। এমনকী অভিযুক্ত নার্সিংহোমে অবৈধভাবে গর্ভপাত করানো হয় বলেও খবর রয়েছে প্রশাসন ও স্বাস্থ্যদপ্তরের কাছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই সমস্ত অভিযোগের ভিত্তিতে ২৪ জুন নার্সিংহোম কর্তৃপক্ষকে শুনানির জন্য ডাকা হয়। কিন্তু তাদের উত্তরে একদমই সন্তুষ্ট হতে পারেননি প্রশাসনিক কর্তারা। অবশেষে সোমবার নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় মালদহ জেলা প্রশাসন।

    মালদহের অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) সেখ আনসার আহমেদ বলেন, মালদহের কালিয়াচকের একটি নার্সিংহোমকে স্বাস্থ্যসাথী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়।
  • Link to this news (বর্তমান)