পাইপ বসলেও ট্যাপ নেই, জল না পেয়ে রাস্তা আটকে বিক্ষোভ
বর্তমান | ০১ জুলাই ২০২৫
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: পাইপ বসলেও পানীয় জল মিলছে না। গরমে জল না পেয়ে রাস্তায় বালতি রেখে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামের বাসিন্দারা। তাঁদের দাবি, ১৮ বছর আগে মহেন্দ্রপুরের পিএইচই-র পাম্প থেকে অর্ধেক ও এক বছর আগে বৈরাটের পিএইচই-র পাম্প থেকে অর্ধেক গ্রামে পাইপ বসানো হলেও বাড়ি বাড়ি সংযোগ দেওয়া হয়নি। গরমে জল সঙ্কটে বহু পরিবার। গ্রামবাসীদের বক্তব্য, এলাকায় সাবমার্সিবল থাকলেও তা দীর্ঘদিন ধরে বিকল। অনেক দূর থেকে জল নিয়ে আসতে হচ্ছে। বিক্ষোভকারী নিলুফা খাতুন বলেন, নলকূপ থেকে ঠিকভাবে জল ওঠে না। আরেক বিক্ষোভকারী সামসেনা খাতুনের মন্তব্য, গ্রামে শুধু পাইপ বসানো হয়েছে। বাড়ি বাড়ি কানেকশন পৌঁছয়নি। সরকারি সাবমার্সিবল খারাপ। মাঠের শ্যালো থেকে জল নিয়ে আসতে হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য সাহেব আলি বলেন, তিন শতাধিক পরিবার অনেক বছর ধরে জলকষ্টে ভুগছেন। ব্লক প্রশাসন ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ারকে একাধিকবার লিখিতভাবে জানিয়েছি। কিন্তু কোনও পদক্ষেপ করা হচ্ছে না। স্থানীয় পঞ্চায়েত সদস্য সাহেব আলি বলেন, বিকল সাবমার্সিবল মেরামতের জন্য প্রধানের সঙ্গে আলোচনা করব। চাঁচল মহকুমা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার সুমিত ঘোষ বলেন, বাড়ি বাড়ি ট্যাপ কানেকশনের জন্য টেন্ডার ধরা হয়েছে। দ্রুত জল পৌঁছে দেওয়া হবে।