• সীমান্তে ধানের বস্তার আড়ালে পাচার, উদ্ধার ৫৫২ কেজি গাঁজা
    বর্তমান | ০১ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, দিনহাটা: ধানের বস্তার আড়ালে গাঁজার পাহাড়! তবে, নতুন কৌশলেও শেষরক্ষা হল না পাচারকারীদের। সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজরদারিতে দিনহাটার খারিজা হরিদাস সীমান্ত থেকে উদ্ধার হল ৫৫২.২ কেজি গাঁজা। রবিবার সন্ধ্যায় গেট বন্ধ হওয়ার ঠিক আগেই ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। দুই ঠেলাগাড়িতে ২২টি ধানের বস্তা নিয়ে সীমান্তে হাজির হয় চার যুবক। কিন্তু বিএসএফের চোখ এড়াতে পারেনি তারা। সন্দেহ হওয়া মাত্রই শুরু হয় তল্লাশি, আর তাতেই ফাঁস হয় কোটি টাকার গাঁজা পাচারের ছক।

    বিএসএফ সূত্রে জানা গিয়েছে, তিন নম্বর ব্যাটালিয়নের খারিজা হরিদাস সীমান্ত ফাঁড়িতে গেট ডিউটিতে ছিলেন একজন জওয়ান। সন্ধ্যায় আচমকা দুই ঠেলাগাড়িতে ২২টি ধানের বস্তা নিয়ে চার যুবক আসে। আচরণে অসঙ্গতি দেখে বস্তা খোলার নির্দেশ দেন তিনি। তখনই কোনও কিছু না বলে ঠেলাগাড়ি ফেলে পালিয়ে যায় ওই চার যুবক।

    খবর দেওয়া হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও গ্রামবাসীদের। তাঁদের উপস্থিতিতে বস্তা খোলা হলে একের পর এক বেরিয়ে আসে গাঁজার প্যাকেট। সব মিলিয়ে ২২টি বস্তা থেকে উদ্ধার হয় ৫৫২.২ কেজি গাঁজা। গ্রাম পঞ্চায়েত সদস্য আসাদুল হক বলেন, রবিবার সন্ধ্যায় চার যুবক ঠেলাগাড়ি করে ধানের বস্তা সীমান্ত পার করার জন্য আসে। বিএসএফ সন্দেহ করায় তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে যাই। বস্তাগুলি খুলতেই বেরিয়ে আসে বিপুল গাঁজা।

    খারিজা হরিদাস সীমান্তের ওপারে কিছু পরিবারের বসবাস। তাঁদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সীমান্ত পেরিয়ে পৌঁছে দেওয়ার অনুমতি বিএসএফের কাছ থেকে নিতে হয়। এই ব্যবস্থার সুযোগ নিয়েই চক্রটি মাদক পাচারের পরিকল্পনা করেছিল বলে অনুমান করছে বাহিনী।

    ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। কে বা কারা এই পাচারচক্রের সঙ্গে যুক্ত, তা জানার চেষ্টা চলছে। বিএসএফ তদন্ত শুরু করেছে।

    এই সফল অভিযান সম্পর্কে বিএসএফ ‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে একটি বার্তা পোস্ট করে জানিয়েছেন, মাদক পাচার রুখতে আমরা কোনওরকম আপস করি না। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ভারত–বাংলাদেশ সীমান্তে বিএসএফ গুয়াহাটি ফ্রন্টিয়ারের অধীনস্থ ০৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ৫৫২ কেজি গাঁজা উদ্ধার করেছেন। পাচারকারীদের ছক ব্যর্থ হয়েছে।

    গুয়াহাটি ফ্রন্টিয়ারের এক শীর্ষ বিএসএফ কর্তা নাম প্রকাশ না করে বলেন, ধানের আড়ালে গাঁজা পাচার আমাদের নজরে ছিল। সেই কারণেই নজরদারি জোরদার করা হয়েছিল। এই সাফল্য আমাদের কড়া পদক্ষেপের প্রমাণ।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)