• তৃণমূল বুথ সভাপতির বাবাকে তুলে নিয়ে গিয়ে মারধর, রাস্তা অবরোধ, পুণ্ডিবাড়িতে ধৃত বিজেপি কর্মী
    বর্তমান | ০১ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, দেওয়ানহাট: শাসকদলের বুথ সভাপতির বাবাকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে রবিবার রাতে উত্তেজনা ছড়ায় কোচবিহারের রাজারহাটে। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার দুপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থকরা। আহত ওই তৃণমূলের বুথ সভাপতির বাবা উত্তম ভৌমিক কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের তরফে পুণ্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃত নেতার নাম সুমন রায়। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, পারিবারিক ঘটনাকে রাজনৈতিক রং লাগিয়ে দিয়ে তৃণমূল কুৎসা ছড়ানোর চেষ্টা করছে। 

    তৃণমূলের অভিযোগ, রবিবার রাতে রাজারহাট-টাকাগাছ অঞ্চলের ৩/২০৪ নম্বর বুথের সভাপতি জিৎ ভৌমিকের বাবা উত্তম ভৌমিক ওই এলাকার একটি ভবনে ডিউটিতে ছিলেন। সেসময় বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী এসে তাঁকে তুলে নিয়ে গিয়ে মারধর করে। এরপর স্থানীয় লোকজন এসে ওই তৃণমূল নেতার বাবাকে উদ্ধার করেন। ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন এসে জখম ব্যক্তিকে কোচবিহার মেডিক্যালে ভর্তি করেন। 

    সোমবার দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রাজারহাটে ১৭ নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের নেতা-কর্মীরা। অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে চলে ওই অবরোধ। যদিও পরে পুলিসি আশ্বাসে তুলে নেওয়া হয়। 

    তৃণমূলের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক শুভঙ্কর দে বলেন, আমাদের দলের বুথ সভাপতির বাবা ও সক্রিয় তৃণমূল কর্মী উত্তম ভৌমিককে রাতে ডিউটিরত অবস্থায় তাঁর কর্মস্থল থেকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে বিজেপির পোষা গুন্ডারা। কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অবিলম্বে দুষ্কৃতীরা গ্রেপ্তার না হলে আন্দোলনে নামা হবে। এদিন দলীয় কর্মী, সমর্থকরা পথ অবরোধ করি। অবিলম্বে সব দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে হবে। 

    কোচবিহার উত্তরের বিধায়ক বিজেপির সুকুমার রায় বলেন, ওই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই। পারিবারিক অশান্তি থেকে ওই ঘটনা বলে শুনেছি। একটা পারিবারিক অশান্তিকে রাজনৈতিক রং দিয়ে তৃণমূলের নেতারা নোংরা রাজনীতি করার চেষ্টা করছেন। এলাকার মানুষ সব জানেন।

    পুণ্ডিবাড়ি থানার এক অফিসার জানিয়েছেন, একজনকে ধরা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)