নিজস্ব প্রতিনিধি, মালদহ: দুয়ারে রেশনের মাধ্যমে যে সামগ্রী বিলি করা হয়, তাতে এবার কমিশন বৃদ্ধির দাবিতে সরব ডিলাররা। তাঁদের দাবি, দুয়ারে রেশন বণ্টনের জন্য বর্তমানে কুইন্টাল প্রতি ৭৫ টাকা করে কমিশন দেয় রাজ্য সরকার। কিন্তু একজন ডিলারের পক্ষে তা কোনওভাবে যথেষ্ট নয়। রেশন দোকান বাঁচানোর স্বার্থে এবং ডিলারদের আয় সুনিশ্চিত করার লক্ষ্যে কমিশন বাড়িয়ে কুইন্টাল প্রতি ৩০০ টাকা করতে হবে। একই সঙ্গে দোকান থেকে রেশন বিলির ক্ষেত্রেও কমিশন বৃদ্ধির দাবি তোলেন রাজ্যের ডিলাররা। সোমবার শেষ হওয়া ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের ১৬তম রাজ্য সম্মেলনে কমিশন বৃদ্ধির দাবিতে সরব হন তাঁরা।
দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে রবিবার থেকে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের ১৬তম রাজ্য সম্মেলন শুরু হয়। দু’দিন ধরে চলা এই সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সন্তোষ গোস্বামী।
সংগঠনের মালদহ জেলার সভাপতি অসিত সাহা বলেন, কমিশন বৃদ্ধির পাশাপাশি ‘হ্যান্ডলিং লস’-এর পরিমাণও বাড়াতে হবে। এখন আমাদের যে কোনও প্রকার রেশন সামগ্রীর ক্ষেত্রে কুইন্টাল প্রতি মাত্র ২০০ গ্রাম হ্যান্ডলিং লস দেওয়া হয়। এটা দু’শো গ্রাম থেকে বাড়িয়ে ন্যূনতম এক কেজি করতে হবে।
জানা গিয়েছে, দুয়ারে রেশন শুরু করার সময়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অতিরিক্ত এককালীন কমিশন হিসেবে প্রতি দোকানদারকে ১০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। কিন্তু ২০২২ সালের আগস্ট থেকে পাঁচ হাজার টাকা করে পাওয়া যাচ্ছে। তিন বছরের বকেয়া কমিশনও দাবি করেছেন সংগঠনের সদস্যরা। এই সম্মেলন থেকে রাজ্যের রেশন ডিলাররা মোট ১৮ দফা দাবিতে সরব হয়েছেন। - নিজস্ব চিত্র।