সংবাদদাতা, পুরাতন মালদহ: বাবা-মাকে চাকু দিয়ে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। গাজোলের বারোকোণা গ্রামের ঘটনা। সোমবার দুপুরে রক্তাক্ত প্রৌঢ় দম্পতি গাজোল থানার দ্বারস্থ হন। অভিযোগ, ছেলের অত্যাচারে অতিষ্ঠ দম্পতি সনাতন সরকার এবং চম্পলা সরকার। কয়েক মাস ধরে উজ্জ্বল সরকার তাঁর বাবা-মাকে মারধর করছেন। বাড়ি থেকে তাঁদের তাড়িয়ে দিয়ে ভিটেমাটি দখলের চেষ্টা করছেন তিনি।
স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর আগে ছেলে উজ্জ্বলের বিয়ে দেন সনাতন ও চম্পলা। অভিযোগ, তারপর থেকে ছেলে ও বউমার হাতে লাঞ্ছিত হচ্ছেন দম্পতি। বাবা-মাকেও আলাদা করে দেন ছেলে-বউমা। চম্পলা বলেন, আমাদের থেকে সম্পত্তি এবং জমি চায় ছেলে-বউমা। জমি না দিলে আমাদের বাড়িতে থাকতে দেবে না বলে হুমকি দিচ্ছে। আমাদের দেখাশোনাও করে না। এদিন ছেলে চাকু নিয়ে আমাদের আঘাত করে। বউমাকে নিয়ে ছেলে এই কাজ করছে।
থানার বাইরে দাঁড়িয়ে সনাতন বলেন,এদিন বাড়িতে ছিলাম না, আলমপুরে গিয়েছিলাম। এসেই দেখি, মা-ছেলের ঝগড়া। আমাকে দেখে ছেলে চাকু নিয়ে তেড়ে এসে আঘাত করে। স্ত্রীকেও মারধর করেছে। জখম দম্পতি হাতিমারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়েছেন।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উজ্বল। তাঁর দাবি, বাবা-মা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। বিয়ের পর আমাদের আলাদা করে দিয়েছে। এদিন মায়ের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়।
গাজোল থানার পুলিস জানিয়েছে, ঘটনার পরই গ্রামে পুলিস পাঠানো হয়েছে। তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।