• পাথরপ্রতিমার পুকুরে ফের মিলল কুমির, আতঙ্ক গ্রামে
    বর্তমান | ০১ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ছোট রাক্ষসখালির বাসিন্দা হরিহর বেরার পুকুর থেকে এবার উদ্ধার হল কুমির। এক মাস আগেও এই পুকুর থেকে একটি বিশালাকৃতির কুমির উদ্ধার হয়েছিল। দ্বিতীয়বার একই পুকুর থেকে কুমির উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে বেরা পরিবারের এক সদস্য পুকুরে পা ধুতে গিয়েছিলেন। তিনি প্রথম কুমিরটিকে ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি গ্রামবাসীদের খবর দেন। খবর দেওয়া হয় বনদপ্তরে। কিছুক্ষণের মধ্যেই বনদপ্তরের কর্মীরা এসে নাইলনের জাল দিয়ে পুকুরটিকে ঘিরে ফেলেন। সন্ধ্যা নাগাদ উদ্ধার হয় কুমিরটি।

    বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, কুমিরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট। জগদ্দল নদী থেকে কোনওভাবে পুকুরে ঢুকে পড়েছিল। বর্তমান সেটিকে ভাগবতপুরের কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)