নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কালীগঞ্জের মোলান্দি গ্রাম থেকে বিপুল পরিমাণ সকেট বোমা বাজেয়াপ্ত করল পুলিস। তমান্নার মৃত্যুর ঘটনায় ধৃত ওই গ্রামের আনোয়ার শেখের বাড়ির পিছনে বাঁশবাগানে ঝোপের মধ্যে বোমগুলি লুকানো ছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, সেখান থেকে ৪০টি সকেট বোমা উদ্ধার হয়েছে। এদিন দুপুরে স্থানীয়রা সকেট বোমা ভর্তি ব্যাগ ও ড্রাম পড়ে থাকতে দেখেন। তাঁরা থানায় খবর দেন। বিকেলের দিকে বম্ব স্কোয়াড এসে সেগুলি নিষ্ক্রিয় করে। কয়েকদিন আগেও ওই এলাকা থেকে ৯টি বোমা বাজেয়াপ্ত হয়েছিল। যার মধ্যে দু’টি সকেট বোমা ও দু’টি তাজা বোমা ছিল।
প্রসঙ্গত, উপনির্বাচনের জয়ের পর মোলান্দি গ্রামে মিছিল করে তৃণমূল। সেই মিছিল থেকে ছোড়া বোমায় তমান্না খাতুন নামে ছাত্রীর মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। স্থানীয় বাসিন্দা আকবর শেখ বলেন, এদিন দুপুর ১২টার দিকে আমরা জানতে পারি ওখানে বোমা রয়েছে। এসে দেখি সকেট বোমা লুকানো রয়েছে। তমান্নার মৃত্যুর ঘটনায় ধৃত তৃণমূলের বুথ সভাপতি গাওয়াল শেখ, আনোয়াররাই এই বোমা লুকিয়ে রেখেছিল।
এদিন বিকেলে তমান্নার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি মৃতার মা, বাবার সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। সেইসঙ্গে বাকি অভিযুক্তদের গ্রেপ্তার ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। বিমানবাবু বলেন, যে কাজ পুলিসের করা উচিত ছিল, সেই কাজ গ্রামবাসীরা করছেন। তাঁরা ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। কিন্তু, মাত্র ন’জন গ্রেপ্তার হয়েছে। মূল অভিযুক্তই গ্রেপ্তার হয়নি। মোলান্দি গ্রামে মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। তমান্নার পরিবার ঘুমাতে পারছে না। ওদের শাসানো হচ্ছে। এই পরিবারের পাশে দাঁড়িয়ে তমান্নার বিচারের দাবি আমরা তুলে ধরব। - নিজস্ব চিত্র