• কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার নোটিশ পুলিসের
    বর্তমান | ০১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজকে নোটিস ধরাল পুলিস। পদ্মশ্রী প্রাপ্ত মহারাজের নামে চাকরির টোপ দিয়ে ধর্ষণ ও গর্ভপাতের গুরুতর অভিযোগ এনেছেন এক মহিলা। নবগ্রাম থানায় সেই মামলা রুজু হয়েছে। সেই ঘটনার তদন্তে মঙ্গলবার কার্তিক মহারাজকে ডেকে পাঠালেন তদন্তকারী অফিসার। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ নবগ্রাম থানায় কার্তিক মহারাজকে হাজিরা দিতে হবে। এই মর্মে একটি নোটিস বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘে গিয়ে দিয়ে এল পুলিস। বেলডাঙার এই আশ্রমেই গত কয়েক দশক ধরে থাকেন স্বামী প্রদীপ্তনন্দ ওরফে কার্তিক মহারাজ।  বেলডাঙা থানার আইসি সমিত তালুকদার নিজেই সোমবার ভারত সেবাশ্রম সঙ্ঘে গিয়ে ওই নোটিস দিয়ে এসেছেন। সঙ্গে ছিলেন নবগ্রাম থানার পুলিস আধিকারিকরাও। নোটিস দিয়ে বেরিয়ে আসার পর বেলডাঙা থানার আইসি বলেন, মহারাজ আশ্রমে নেই। আশ্রমের সেক্রেটারি আছেন। তাঁর হাতেই নোটিস দিয়ে আসা হয়েছে। মঙ্গলবার নবগ্রাম থানায় সকাল দশটায় তাঁকে হাজির হতে বলা হয়েছে।  নোটিস নেওয়ার পর আশ্রমের এক কর্মী বলেন, স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ তো আশ্রমে নেই। নোটিসটা দিতে এসেছিল পুলিস। আমি সেটা নিলাম। কী লেখা আছে তা বলতে পারব না।  এক মহিলাকে নিজের স্কুলে চাকরি দেওয়ার নাম করে ধর্ষণ এবং জোর করে গর্ভপাত করানোর মারাত্মক অভিযোগ উঠেছে পদ্মশ্রী সম্মান পাওয়া এই মহারাজের বিরুদ্ধে। ২০১৩ সালের এই ঘটনায় নির্যাতিতার অভিযোগের  ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় মামলা দায়ের হওয়ার পর তুমুল শোরগোল শুরু হয়েছে। এই প্রেক্ষিতে তাঁর পদ্মশ্রী সম্মান ফিরিয়ে নেওয়ার দাবিও তুলেছেন তৃণমূল নেতারা। এদিকে সম্প্রতি কার্তিক মহারাজ বহরমপুরের রবীন্দ্র সদনে একটি সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়ে এই অভিযোগের প্রসঙ্গে বলেন, আইন আইনের পথে চলবে। যে বোনটি এই অভিযোগ করেছে তাঁকে আমি আশীর্বাদ করি।  বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মলয় মহাজন আগে থেকেই কার্তিক মহারাজের পাশে আছেন। এদিন তিনি বলেন, মহারাজ বলেছেন আইনের আইন আইনের পথেই চলবে। পুলিস তদন্তের জন্য নোটিস দিয়েছে, মহারাজ তার আইনজীবীর পরামর্শ মতো চলবেন। এখন এটা নিয়ে আর কিছু বলার নেই। তদন্ত চলুক।  বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকার বলেন, কী ঘটেছে তা পুলিস তদন্ত করে দেখছে। 
  • Link to this news (বর্তমান)