নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বেহাল রাস্তা। দ্রুত মেরামতের দাবিতে আরামবাগ ও গোঘাটের পৃথক দু’টি পঞ্চায়েত কার্যালয়ের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। সোমবার দুপুরে আরামবাগের মাধবপুর ও গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। মাধবপুরের ঘটনার খবর পেয়ে আরামবাগ থানার পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পঞ্চায়েত কর্তৃপক্ষই বেহাল রাস্তার কথা স্বীকার করে নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগের মাধবপুরের উত্তর পাড়ায় প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। এক দশকেরও বেশি সময় আগে রাস্তাটি বোল্ডার মোরাম দিয়ে তৈরি করা হয়। কিন্তু, তারপর আর রাস্তাটি সংস্কার করা হয়নি। তার জেরে বর্তমানে রাস্তাটি অত্যন্ত বেহাল হয়ে গিয়েছে। বর্ষার মরশুমে কাদা জমে যাওয়া রাস্তা কার্যত চলাচলে অযোগ্য হয়ে গিয়েছে। নিত্যদিন যাতায়াতে সমস্যায় পড়ছে স্কুলের পড়ুয়ারাও। তাই এদিন রাস্তা মেরামত করার দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত অফিসে যান। সেখানে পুরুষদের পাশাপাশি মহিলারাও জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পাশাপাশি পঞ্চায়েত কার্যালয়ের গেটেও তালা দিয়ে দেন বাসিন্দারা। প্রধান খবর পেয়ে পঞ্চায়েত অফিসে হাজির হলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা রাজকুমার পাত্র, সনাতন দলুই বলেন, আমাদের এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। বহুবার সংস্কারের দাবি জানানো হলেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাই এদিন পঞ্চায়েতে তালা দিয়ে বিক্ষোভ দেখানো হয়। পুলিস এসে প্রশাসনিক দপ্তরে আবেদন জানাতে বলে। পাশাপাশি দ্রুত রাস্তা দেখে সংস্কারের আশ্বাস দেওয়া হলে তালা খোলা হয়। ওই পঞ্চায়েতের প্রধান শেখ খাদেমুল ওহাব বলেন, রাস্তা মেরামতের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। একই ইস্যুতে গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতেও গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখান বাসিন্দারা। বেঙ্গাই গ্রামের তামলি পুকুর থেকে ধর্ম সায়র পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন বেহাল হয়ে রয়েছে। বাসিন্দাদের চলাচলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। তাই এদিন বাসিন্দারা পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে তালা দিয়ে বিক্ষোভ দেখান। পরে পঞ্চায়েতের উপপ্রধান বাসুদেব মণ্ডলের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, বারবার পঞ্চায়েতকে রাস্তা সংস্কারের জন্য আর্জি জানানো হলেও উদ্যোগ নেওয়া হয়নি।
উপপ্রধান বলেন, আমাদের পঞ্চায়েত এলাকা অনেক বড়। ছোট বড় একাধিক রাস্তা রয়েছে। তারমধ্যে কিছু রাস্তা বেহাল হয়েছে। বর্ষার সময় জল জমে তাতে চলাচলে অসুবিধায় পড়ছেন বাসিন্দারা। তাই বাসিন্দারা ক্ষোভে গেটে তালা দিয়েছিলেন। এদিন বাসিন্দাদের আশ্বস্ত করা হয়েছে। আমরা ইতিমধ্যেই রাস্তাটি মেরামতের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে অস্থায়ী সমাধানের জন্য শীঘ্রই সংস্কারের কাজ করা হবে। তালা দিয়ে বিক্ষোভ মহিলাদের। -নিজস্ব চিত্র