• অনির্দিষ্টকালের জন্য বন্ধ কসবা ল’ কলেজ, চাকরি খোয়াচ্ছে মনোজিৎ, বহিষ্কার বাকি দু’জনকেও
    বর্তমান | ০১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্ষণ কাণ্ডের জেরে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল সাউথ ক্যালকাটা ল’ কলেজ। এদিন কলেজ পরিচালন সমিতির বৈঠক হওয়ার কথা থাকলেও তা ভেস্তে গিয়েছে। কলেজ বন্ধ এবং পরিচালন সমিতি বৈঠক ভেস্তে যাওয়ার কথা উচ্চশিক্ষা দপ্তরকে জানিয়েছেন কলেজের উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়। দপ্তরও চিঠি পাঠিয়ে অভিযুক্তদের বহিষ্কারসহ একগুচ্ছ নির্দেশ দিয়েছে তাঁকে।

    মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে চাকরি থেকে অপসারণ এবং অন্য দুই অভিযুক্ত জইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে কলেজ থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে কলেজে নিরাপত্তারক্ষী মোতায়েন করা বেসরকারি সিকিওরিটি এজেন্সিকেও। ক্যাম্পাসে সিসিটিভি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা এবং নির্দিষ্ট সময়ের পরে পড়ুয়াদের ক্যাম্পাসে থাকতে না দেওয়ার কথাও বলা হয়েছে। জানতে চাওয়া হয়েছে ঘটনার দিন রাত পর্যন্ত অভিযুক্তরা এবং নির্যাতিতা কীভাবে ক্যাম্পাসে ছিলেন। তৃণমূল সূত্রের খবর, কলেজ পরিচালন সমিতির সভাপতি অশোক দেবকেও আপাতত ক্যাম্পাসে না-যাওয়ারই পরামর্শ দেওয়া হয়েছে।

    এদিন কলেজের সামনে ধুন্ধুমার ঘটে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এবং অভয়া মঞ্চের সদস্যদের সঙ্গে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত গঙ্গোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পালদের নেতৃত্বে এই দল ক্যাম্পাসে যাওয়ার পরে তাঁদের বিরুদ্ধে স্লোগান দেন মঞ্চের সদস্যরা। তারপরেই খেপে গিয়ে তাঁদের সঙ্গে বিজেপি অনুগামীরা বচসা-হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। প্রথমে কমিটির সদস্যদের ক্যাম্পাসে ঢুকতেও বাধা দেওয়া হয়। তবে, শেষ পর্যন্ত অবশ্য তাঁরা ঢুকতে সফল হন।

    এদিন ছাত্রছাত্রীদের একাংশ কলেজে এসেছিলেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নিরাপত্তাবৃদ্ধিসহ একগুচ্ছ দাবি সংবলিত স্মারকলিপি জমা দিতে। তবে, কলেজ বন্ধ থাকায় পাশের একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে তাঁরা সাংবাদিক বৈঠক করেন। সেখানে একাধিক মারাত্মক অভিযোগ করেন তাঁরা। সবচেয়ে অবাক করা বিষয় হল, আইন প্রবেশিকায় ২,৬৩৪ র‌্যাঙ্ক করেও সাউথ ক্যালকাটা ল’ কলেজের মতো প্রতিষ্ঠানে ভর্তি হতে পেরেছে জইব। এই র‌্যাঙ্ক সর্বনিম্ন ৭০০-এর আশপাশে থাকে বলেই ছাত্রছাত্রীদের দাবি। তাছাড়া কলেজে নিয়মিত বহিরাগতদের প্রবেশ এবং পাঁচ-ছ’তলায় গিয়ে অবাধ মেলামেশার অভিযোগেও এনেছেন তাঁরা। কলকাতা বিশ্ববিদ্যালয় ল’ ফ্যাকাল্টির ডিনকে তাঁরা স্মারকলিপি জমা দিয়ে আসেন।
  • Link to this news (বর্তমান)