ল’ কলেজে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, বিপ্লবের মুখ্যমন্ত্রিত্বেই নারী নির্যাতন সর্বাধিক: তৃণমূল
বর্তমান | ০১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গ সফরে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য সাংসদ বিপ্লব দেবের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানাল তৃণমূল ও কংগ্রেস। কসবা গণধর্ষণ কাণ্ড নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে যখন সুর চড়াচ্ছেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা, তখন বিপ্লব দেবের পূর্বতন ‘কীর্তি’র কথা মনে করিয়ে দিল বিরোধী দুই দল। রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, বিপ্লব দেব হলেন ব্যর্থ মুখ্যমন্ত্রী। ওঁনার মুখ্যমন্ত্রীত্বের ভয়ঙ্কর দিনগুলি সবাই জানে। আর ওনার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ছিল। এছাড়াও মীনাক্ষী লেখি সাংসদ থাকাকালীন ইডি, সিবিআই দিয়ে সকলকে গ্রেপ্তার করিয়ে দেওয়ার ভয় দেখাতেন। এহেন সদস্যে ভরা টিম এসেছে ফ্যাক্ট বের করতে, এটা হাস্যকর! পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে এটাও বলা হয়েছে, বাংলায় গণতন্ত্র আছে বলেই বিজেপির ওই টিম আসতে পেরেছে। কিন্তু আমাদের হাতরাসে যেতে বাধা দেওয়া হয়। ত্রিপুরায় হামলা চলে আমাদের উপর। সাহস থাকলে বিজেপির ওই দল কার্তিক মহারাজের কাছে গিয়ে তথ্য খুঁজে বের করুক।
অন্যদিকে বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে সুর চড়িয়েছে কংগ্রেসও। সর্বভারতীয় কংগ্রেস কমিটির মুখপাত্র শামা আহমেদ বলেন, বাংলায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠানোর কোনও নৈতিক অধিকার নেই বিজেপির। মধ্যপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্রে ধর্ষণের ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে। সেখানে কি বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম গিয়েছিল? আর এটাও দেখা গিয়েছে, ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের মালা পড়িয়ে বরণ করেছেন বিজেপি নেতারা। একইসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, বিজেপির ওই টিমের অন্যতম সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নারী নির্যাতনের ঘটনার কথা সকলেই জানেন। এবং সেই ব্যক্তির বিরুদ্ধে ডোমেস্টিক ভায়ালেন্সের নানা অভিযোগ উঠেছে। এছাড়াও ওই ব্যক্তির বিরুদ্ধে নারী বিদ্বেষী কুমন্তব্যের অভিযোগও সামনে এসেছে। এখন ওই ব্যক্তি ধর্ষণের ঘটনার কারণ খুঁজবেন, এটা লজ্জার।
বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এদিন কলকাতায় আসে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে ওই টিম কসবা ল’কলেজে যায়। যদিও তাঁদের মূল ঘটনাস্থলে যাওয়ার অনুমতি দেয়নি পুলিস। পরে কলকাতার পুলিস কমিশনারের সঙ্গে দেখা করে ওই টিমের সদস্যরা। কসবাকাণ্ডে পুলিসের ভূমিকায় ক্ষুব্ধ গেরুয়া শিবির। তাঁদের প্রশ্ন, খাস কলকাতায় এই ধরনের ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা নিয়ে কেন চুপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ভাইপো কেন কিছু বলছেন না? উল্টে তৃণমূল ইচ্ছাকৃতভাবে মানুষকে ভুলিয়ে দিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রের সাজানো দ্বন্দ্বকে সামনে আনছে।