• বি বি গাঙ্গুলি স্ট্রিটে নিকাশি নালার বেহাল দশা, বৃষ্টিতে দুর্ভোগ সেন্ট্রাল অ্যাভিনিউয়ে
    বর্তমান | ০১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’টি পাম্পিং স্টেশন জোন মিলিয়ে দু’ঘণ্টায় ৭২ মিমি বৃষ্টি। আর তাতেই সকাল থেকে প্রায় দুপুর দীর্ঘক্ষণ হাঁটুর তলা পর্যন্ত জল দাঁড়িয়ে গেল সেন্ট্রাল অ্যাভিনিউর বিভিন্ন অংশে। যার জেরে প্রবল যানজট উত্তর এবং মধ্য কলকাতার বিভিন্ন রাস্তায়। সপ্তাহের প্রথম কাজের দিনেই গলদঘর্ম পরিস্থিতি নিত্যযাত্রীদের। কলকাতা পুরসভাকে ট্যাঙ্কার পাঠিয়ে পাম্প লাগিয়ে রাস্তার জল তুলতে হয়েছে। কিন্তু কেন আচমকা এই পরিস্থিতি? পুর কর্তৃপক্ষের ব্যাখ্যা, একদিকে জোয়ারের জন্য লকগেট বন্ধ রাখতে হয়েছিল। ফলে বৃষ্টির জল গঙ্গায় পাঠানো যায়নি। অন্যদিকে, বি বি গাঙ্গুলি স্ট্রিটের নীচে থাকা নিকাশি নালায় সমস্যা থাকায় ভোগান্তি বেড়েছে। যদিও পুরকর্তারা জানাচ্ছেন, এই নিকাশি নালার আমূল সংস্কারের প্রকল্প পাইপলাইনে রয়েছে। যদিও, সেই কাজ কবে শুরু হবে, তা স্পষ্ট নয়। 

    পুরসভার নিকাশি বিভাগের হিসেব বলছে, এদিন ঠনঠনিয়া এবং মার্কাস স্কোয়ার পাম্পিং স্টেশন জোনে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত যথাক্রমে ৪৬ এবং ২৬ মিমি বৃষ্টিপাত হয়েছে। তা মোটেই অতি ভারী নয়। কিন্তু তারপরেও বড়বাজার এবং সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং, মহাত্মা গান্ধী রোড এবং বি বি গাঙ্গুলি স্ট্রিট এবং সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ে দীর্ঘক্ষণ প্রচুর জল জমেছিল। স্বাভাবিক প্রক্রিয়ায় পাম্প চালিয়ে জল না নামায় নিকাশি বিভাগের তরফে সেখানে একাধিক ট্যাঙ্কার পাঠানো হয়। পাইপের মাধ্যমে জল তুলে ট্যাঙ্ক ভর্তি করে তা অন্যত্র সরবরাহ করা হয়। এভাবেই রাস্তা খালি করার চেষ্টা চলে। চিত্তরঞ্জন অ্যাভিনিউ সম্পূর্ণ জলমুক্ত হয় বেলা গড়িয়ে যায়। যার জেরে সেই শ্যামবাজার থেকে ধর্মতলাগামী রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। বারে বারে রাস্তায় দাঁড়িয়ে পড়ে বাস। অগত্যা পায়ে হেঁটেই অনেকে গন্তব্যস্থলে পৌঁছন। 

    ঠনঠনিয়া এলাকায় ৪৫ মিমি বৃষ্টি হলেও সেখানে এদিন রাস্তা জলমগ্ন ছিল না। দ্রুত জল নেমে গিয়েছে। কিন্তু, মার্কাস স্কোয়ারেও মাত্র ২৬ মিমি বৃষ্টিতে সেন্ট্রাল অ্যাভিনিউতে এমন জলমগ্ন পরিস্থিতি তৈরি হল কেন? এক পুরকর্তা বলেন, সমস্যা হয়ে দাঁড়িয়েছে বি বি গাঙ্গুলি স্ট্রিটে ভূগর্ভস্থ নিকাশি নালার বেহাল দশা। শিয়ালদহ কোলে মার্কেট থেকে বি বি গাঙ্গুলি স্ট্রিটের তলায় একদম লালবাজার পর্যন্ত ব্রিটিশ আমলের ইটের নিকাশি নালা আছে। কিন্তু, সেন্ট্রাল মেট্রো স্টেশন তৈরির সময় সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বি বি গাঙ্গুলি স্ট্রিটের ক্রসিংয়ে সেই ইটের নিকাশি নালা মাঝখান বরাবর ভেঙে যায়। তখন রাস্তার দু’দিক থেকে আলাদা পাইপলাইন বার করে অভিমুখ বদলে ‘ইউ’ আকৃতির মতো করে লাইন জোড়া লাগানো হয়েছিল। ফলে, সোজা পথে জল না গিয়ে ঘুরপথে নিকাশির জল সরবরাহ হচ্ছে। ফলে প্রচুর পলিও জমেছে। গোটা নিকাশি নালাও বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে। যার জেরে একটু বেশি বৃষ্টিতেই জল জমছে রাস্তায়।  

    পুরসভা সূত্রে খবর, এই নিকাশি নালা থেকে পলিমাটি তুলে গোটা নিকাশি সুড়ঙ্গকে বিশেষ পলিমার লাইনার দিয়ে মুড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। যার জন্য ৪০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যেই টেন্ডারও ডাকা হয়েছে। কিন্তু, ভরা বর্ষায় কাজ করা সম্ভব নয়। 
  • Link to this news (বর্তমান)