• বারাকপুরে বন্ধ ঘর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
    বর্তমান | ০১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বন্ধ থাকা একটি বাড়ি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বারাকপুরের পূর্ব রবীন্দ্রপল্লিতে। মৃত যুবকের নাম কুণাল চক্রবর্তী (৩৩)। ওই বাড়িতে তিনি একাই থাকতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই ওই বাড়ি থেকে দুর্গন্ধ বেরচ্ছিল। সোমবার দুপুরের পর তার তীব্রতা বাড়লে স্থানীয় বাসিন্দারা মোহনপুর থানায় খবর দেন। পুলিসে এসে দরজা ভেঙে যুবকের মৃতদেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, কুণালের বাবা-মা মারা গিয়েছেন। দিদির বিয়ের পর তিনি ওই বাড়িতে একাই থাকতেন। প্রচণ্ড নেশা করতেন বলে একবার তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। গত ১৭ জুন তাঁকে শেষবার বাড়ির বাইরে দেখা গিয়েছিল। তারপর আর তাঁকে দেখা যায়নি।
  • Link to this news (বর্তমান)