• অবসরের মাত্র কয়েক ঘণ্টা আগে সাসপেনশন উঠল পুলিস কর্তার! আর জি কর কাণ্ডে ‘শাস্তি’
    বর্তমান | ০১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে দশ মাসের দীর্ঘ টানাপোড়েনের অবসান! চাকরির শেষ দিনে সাসপেনশন উঠল আর জি কর কাণ্ডে সাসপেন্ড হওয়া কলকাতা পুলিসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার রমেশ রায়চৌধুরির! তাও আবার অবসরের কয়েক ঘণ্টা আগে! তবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার মহম্মদ শাকিরউদ্দিন সরকার এবং ইনসপেক্টর রাজেশ মিঞ্জের সাসপেনশন তোলা হয়নি বলেই জানা গিয়েছে। 

    আর জি কর ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে ১৪ আগস্ট মধ্যরাতে রাত দখলের ডাককে কেন্দ্র করে একদল দুষ্কৃতী পুলিসের ব্যারিকেড ভেঙে  ভাঙচুর চালিয়েছিল আর জি কর হাসপাতালে। এই ঘটনার পর কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড হয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার রমেশ রায়চৌধুরি সহ দু’জনকে। পাশাপাশি ধর্ষণ ও খুনের তদন্তে গাফিলতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হতে হয়েছিল তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। 

    এই সাসপেনশন এবং গ্রেপ্তারের জোড়া ঘটনার অভিঘাতে বাহিনীর নিচুতলার অফিসারদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছিল।  কারণ, বদলি হওয়া ছাড়া আর জি কর কাণ্ডের জেরে আইপিএস অফিসারদের গায়ে বিন্দুমাত্র আঁচ লাগেনি বলেই দাবি তাঁদের। সঙ্গত কারণেই কলকাতা পুলিসের নিচুতলার ক্ষিপ্ত অফিসাররা প্রশ্ন তোলেন, ‘বারবার কেন বলির পাঁঠা হতে হচ্ছে ওসি –এসিদের?’

    দীর্ঘদিন ধরেই পুলিসের শীর্ষকর্তাদের ওপর চাপ আসছিল, এই সাসপেনশন তুলে নেওয়ার জন্য। কারণ, ভাঙচুরের ঘটনায় ধৃতরা জামিন পেয়ে বাইরে। আইপিএসরা বদলি হয়েছেন।  কিন্তু কলকাতা পুলিসের শীর্ষকর্তারা দ্বিধাগ্রস্ত ছিলেন। কারণ, আর জি কর ক্ষত এখনও ভরাট হয়নি। সাসপেনশন তুলে নিলে, জনমানসে কী প্রতিক্রিয়া হবে, তা নিয়ে আশঙ্কা ছিল। সাসপেন্ড থাকায় ডিসি পদে প্রমোশনের সুযোগ হারিয়েছেন রমেশ। শেষপর্যন্ত নিচুতলার অফিসারদের চাপ আর ওয়েলফেয়ারের আপ্রাণ চেষ্টায় হাসি ফুটল কলকাতা পুলিসের মুখে। 
  • Link to this news (বর্তমান)