রেললাইনে উপর আটকে যাওয়া পিক আপ ভ্যানে ধাক্কা ক্যানিং লোকালের
বর্তমান | ০১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ফের রেললাইন পারাপার করতে গিয়ে ট্র্যাকের উপর আটকে গেল গাড়ি। এবারও ঘটনাস্থল সেই সোনারপুরের বিদ্যাধরপুর স্টেশন লাগোয়া গণশক্তি মোড়। ট্রেন আসছে দেখে চালক গাড়ি ফেলে পালিয়ে যান। গতি কম থাকলেও সঙ্গে সঙ্গে থামানো যায়নি ট্রেনটিকে। গাড়িকে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় লোকালটি। এই ঘটনার জেরে আপ ও ডাউন লাইনে আধ ঘণ্টারও বেশি সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে সোনারপুর জিআরপি থেকে আধিকারিকরা এসে গাড়িটিকে সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কয়েক মাস আগে ওই জায়গা দিয়েই বাইক পারাপার করতে গিয়ে একই পরিস্থিতির শিকার হয়েছিলেন এক যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করেছিল আরপিএফ।
এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ক্রসিং বিহীন ওই জায়গা দিয়ে পিকআপ ভ্যানটি রেললাইন পারাপার করছিল। ট্রাকের উপর উঠতেই গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। চালক বারেবারে স্টার্ট দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কোনও লাভ হয়নি। ঠিক তখনই ডাউন ক্যানিং লোকাল এগিয়ে আসছিল। সেটা দেখে আতঙ্কিত হয়ে পড়েন গাড়ির চালক। বেগতিক বুঝে তিনি সেখান থেকে পালিয়ে যান। ভিড় ঠাসা ট্রেনের চালক ট্র্যাকের উপর গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রেক কষলেও সঙ্গে সঙ্গে তা থামেনি। যদিও ব্রেক কষার কারণেই পিক আপ ভ্যানটিকে বেশি জোরে ধাক্কা দেয়নি লোকালটি।
দুর্ঘটনা দেখে আশপাশের লোকজন তড়িঘড়ি ছুটে আসেন ঘটনাস্থলে। এদিন একপ্রকার বড় ধরনের দুর্ঘটনা এড়িয়েছে ক্যানিং লোকাল। যাত্রীরা বলছেন, ট্রেনের গতি যদি বেশি হতো তাহলে আরও বড় অঘটন ঘটতে পারতো। এই ঘটনার জেরে সন্ধ্যার পর বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলাচল করে। কেন বারবার এই একই জায়গায় এমন দুর্ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকা মানুষজন বলেন, এই গণশক্তি মোড় এলাকায় নজরদারি বৃদ্ধি করা উচিত। - নিজস্ব চিত্র