আর জি কর কাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনের জন্য আবেদন, শুনানি সোমবার
বর্তমান | ০১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় ঘটনাস্থল পরিদর্শনের আর্জি জানালেন নির্যাতিতা পরিবারের আইনজীবীরা। সোমবার শিয়ালদহ কোর্টে ওই আর্জি জানানো হয়। বিচারক এনিয়ে শুনানির দিন ধার্য করেন আগামী সোমবার। এদিন মৃত ওই চিকিৎসকের পরিবারের আইনজীবী অমর্ত্য দে সাংবাদিকদের বলেন, ‘আমরা সাতজন আইনজীবীর একটি দল আর জি করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। এখন দেখা যাক শুনানির পর আদালত এনিয়ে কী রায় দেয়।’ সিবিআইয়ের সরকারি কৌঁসুলি পার্থসারথি দত্ত বলেন, ‘শুনানির সময় আমরা আমাদের বক্তব্য কোর্টের কাছে পেশ করব।’
অন্যদিকে, আর জি করের আর্থিক দুর্নীতি মামলায় ধৃত পাঁচ অভিযুক্ত মামলা থেকে অব্যাহতি চেয়ে আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক সুজিতকুমার ঝায়ের এজলাসে আর্জি জানিয়েছিলেন। এ নিয়ে শুনানিও শেষ হয়েছে। সোমবার ছিল রায়দানের দিন। কিন্তু এদিন সেই রায় পিছিয়ে বিচারক এই বিষয়ে দিন ধার্য করেন আগামী ৯ জুলাই। এক অভিযুক্তের কৌঁসুলি সঞ্জয় দাশগুপ্ত বলেন, ‘আমাদের বক্তব্য ছিল, আমাদের মক্কেলদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া চলতে পারে না। সে ক্ষেত্রে আদালত এখন কী নির্দেশ দেয় সেটাই দেখার। যদিও সিবিআইয়ের বক্তব্য, মামলায় যথেষ্ট তথ্য‑প্রমাণ আছে। তাই আমরা আদালতের কাছে আর্জি জানিয়েছি আমাদের সওয়ালে চার্জ গঠন করে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু করার।