• ৪ঠা শুরু ডিএলএড ভর্তির আবেদন
    বর্তমান | ০১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডিএলএড) কোর্সে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ৪ জুলাই। সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ বা তার বেশি নম্বর থাকলেই আবেদন করা যাবে। বৃত্তিমূলক বিষয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য ৪ শতাংশ আসন সংরক্ষণ করা থাকবে। ওবিসি সংরক্ষণ থাকলেও সেটা কত শতাংশ, তা উল্লেখ করা হয়নি। নিয়ম অনুযায়ী সংরক্ষণ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)