সমস্ত বৈদ্যুতিন যন্ত্র তড়িদায়িত, পঠনপাঠন বন্ধ ভদ্রেশ্বরের স্কুলে
বর্তমান | ০১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গোটা স্কুলের প্রায় সমস্ত বৈদ্যুতিন জিনিস তড়িদায়িত হয়ে রয়েছে, হাত দিলেই বিদ্যুৎস্পৃষ্ট হতে হচ্ছে। বেনজির ওই ঘটনাকে কেন্দ্র করে ভদ্রেশ্বরের রবীন্দ্রস্মৃতি নিকেতনে আতঙ্ক ছড়িয়েছে। বুধবার ওই সমস্যা শুরু হয়েছে। ফলে স্কুলটিতে পঠনপাঠন কার্যত লাটে উঠেছে। ইতিমধ্যে জেলা শিক্ষাদপ্তরের তরফে দফায় দফায় পর্যবেক্ষণ করা হলেও সমস্যা মেটেনি। জেলার ইঞ্জিনিয়ারদের একাংশ সোমবারও সরেজমিন তদন্ত করেছেন ওই স্কুলে। কিন্তু সমস্যার উৎস খুঁজে পাননি। বিপর্যয়ের আশঙ্কায় স্কুল কার্যত অনির্দিষ্ট সময়ের জন্য ছুটি করে দেওয়া হয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক দেবাশিস বসু সদ্য মাধ্যমিক পরীক্ষার জেলা কনভেনারের দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, গত শনিবার মাইক্রোফোনে হাত দিয়ে আমি নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছি। ইতিমধ্যেই শিক্ষাদপ্তরের সমস্ত স্তরে সমস্যার কথা জানানো হয়েছে। তারা কিছু উদ্যোগও নিয়েছেন। কিন্তু সমস্যা মেটেনি। শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্ন থাকায় আমরা স্কুলে পঠনপাঠন বন্ধ রেখেছি।
প্রায় একই রকম সমস্যা দেখা দিয়েছে উত্তরপাড়ায়। সেখানকার দেবেশ্বরী স্কুলের সামনে একটি ল্যাম্পপোস্টে হাত দিলেই বিদ্যুৎস্পৃষ্ট হতে হচ্ছে। সম্প্রতি স্কুলের কয়েকজন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্টও হয়েছে। অভিভাবকদের অভিযোগ, বিষয়টি পুরসভা সহ সমস্ত মহলে জানালেও পদক্ষেপ করা হয়নি। যদিও পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওইখানে কোনও বিদ্যুৎবাহী তার বেরিয়ে নেই। ফলে, বড় দুর্ঘটনার আশঙ্কাও নেই। তবে বর্ষকালের জন্য এমন সমস্যা হচ্ছে। পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, বিষয়টি নিয়ে অবিলম্বে পদক্ষেপ করা হবে।