• কসবাকাণ্ডে নির্যাতিতার পরিচয় ফাঁস নয়, সতর্কবার্তা পুলিশের
    এই সময় | ০১ জুলাই ২০২৫
  • কসবার ল’ কলেজে গণধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। এরই মধ্যে কলকাতা পুলিশ নির্যাতিতার পরিচয় প্রকাশ করার বিষয়ে নির্দেশিকা জারি করেছে। যারা নির্যাতিতার পরিচয় প্রকাশ করছে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কলকাতা পুলিশ।

    তামিলনাড়ুর শিবকাশির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে বলে খবর। বিস্ফোরণের ভয়াবহতা এতটাই যে অনেক দূর থেকে ঘন সাদা ধোঁয়া দেখা গিয়েছে। ঘটনায় একাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা।

    ভুবনেশ্বর পুরসভার অতিরিক্ত কমিশনার রত্নাকর সাহুকে মারধর ও নিগ্রহের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার থেকে ওডিশার সব আইএএস অফিসার গণছুটিতে যাচ্ছেন। ওডিশা অ্য়াডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্য়াসোসিয়েশন-এর সভাপতি জ্যোতিরঞ্জন মিশ্রের নেতৃত্বে সংগঠনের সদস্যরা সোমবার জরুরি বৈঠকে ওই সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার রত্নাকর সাহুকে তাঁর কার্যালয়ের মধ্যেই একদল দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। ওই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    কসবার ল কলেজের গণধর্ষণের ঘটনায় বর্তমানে পুলিশের বিশেষ তদন্তকারী দল তদন্ত চালাচ্ছে। তিন অভিযুক্তের ফোন কলের নথি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। সোমবার বিজেপির তথ্যানুসন্ধানী দলকে নিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার। এ বার এই ঘটনায় আর কী কী উঠে আসে সেটাই দেখার।

    ৯০ দিনের জন্য স্থগিত রয়েছে আমেরিকার নয়া শুল্কনীতি। এ দিকে আগামী ৯ জুলাই সেই সময়সীমা শেষ হচ্ছে। তবে এ বার সেই সময়সীমাকে আর বাড়াতে চান না ট্রাম্প। এ নিয়ে আজ ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্য নিয়ে কোনও সমঝোতা হয় কি না সেটাই দেখার।

    চলতি বছরে নির্ধারিত সময়ের আগেই সারা দেশে বর্ষা প্রবেশ করেছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশের দেখা মিলবে। আগামী সাতদিন সেখানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও আজ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

  • Link to this news (এই সময়)