ছয় কোটিতে বিক্রি হয়ে গেল রবীন্দ্রনাথের চিঠি, কার জন্য লেখা ছিল সেগুলি?...
আজকাল | ০১ জুলাই ২০২৫
আজকাল ওয়বেডস্ক: নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা ৩৫টি চিঠির একটি অসাধারণ সেট এবং ১৪টি খাম সম্প্রতি ৫.৯ কোটি টাকায় নিলামে উঠেছে। যা ফের প্রমাণ করেছে তাঁর প্রতি ভারতবাসীর শ্রদ্ধার কথা।
সোমবার বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কালেক্টর’স চয়েস’ শীর্ষক নিলামটি ২৬ এবং ২৭ জুন আস্তাগুরু দ্বারা পরিচালিত হয়েছিল। এই সংগ্রহে ১৯২৭ থেকে ১৯৩৬ সালের মধ্যে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সহযোগী - সমাজবিজ্ঞানী, সঙ্গীতবিদ এবং বন্ধু- ধূর্জটিপ্রসাদ মুখার্জিকে লেখা চিঠিগুলি রয়েছে। এর মধ্যে ১২টি বিশ্বভারতী, উত্তরায়ণে তাঁর বাসভবন, দার্জিলিংয়ের গ্লেন ইডেন এবং এমনকি তাঁর হাউসবোট, পদ্মার লেটারহেড সহ লেখা রয়েছে।
আস্তাগুরু জানিয়েছে, এই নিলামটি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। কারণ, এতে দৃশ্যমান শিল্পকর্ম নয় পাণ্ডুলিপি ছিল। তবুও নিলামে এটির কবিগুরুর সামগ্রীর দ্বিতীয় সর্বোচ্চ দর উঠেছে। এই চিঠিগুলি একটি ব্যক্তিগত সংরক্ষণ থেকে নিলামে তোলা হয়েছিল। এই সেট থেকে বেশ কয়েকটি চিঠি পূর্বে বিশিষ্ট জার্নাল এবং বইতে প্রকাশিত হয়েছে।
চিঠিপত্র ছাড়াও, নিলামে বিশ্বকবির তৈরি একমাত্র পরিচিত ভাস্কর্য ‘দ্য হার্ট’ও প্রদর্শিত হয়েছিল। যা তাঁর ভাই জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী দেবীর প্রতি শ্রদ্ধাঞ্জলি বলে মনে করা হয়। ১৮৮৩ সালে কর্ণাটকের কারওয়ারে একটি রিট্রিটের সময় কোয়ার্টজাইট দিয়ে খোদাই করা এই ভাস্কর্যটি প্রায় ১.০৪ কোটি টাকায় বিক্রি হয়েছিল। তখন তাঁর বয়স ছিল মাত্র ২২ বছর।