হাড়োয়ায় শাড়িতে জড়ানো যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, সন্তান নিয়ে বেপাত্তা স্ত্রী
বর্তমান | ০১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাড়োয়ায় এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য। মৃতের শরীরে রয়েছে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। একটি হাতও ভাঙা অবস্থায় মিলেছে। পুলিসের অনুমান, খুন করা হয়েছে ব্যক্তিকে। ঘটনার পর থেকে ১০ বছরের ছেলেকে নিয়ে বেপাত্তা মৃতের স্ত্রী পুষ্প মণ্ডল। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা কোদাল! ঘটনা ঘিরে হাড়োয়া থানার রায়খাঁ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিস। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম লক্ষ্মীকান্ত মণ্ডল (৪২)। তাঁর আত্মীয়দের দাবি, সোমবার রাতে ঘরের মধ্যে গলায় শাড়ি জড়ানো অবস্থায় রক্তাক্ত দেহ উদ্ধার হয় লক্ষ্মীকান্তের। পুলিস ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।প্রতিবেশীদের দাবি, আগেও দু’বার লক্ষ্মীকান্তকে ধারালো অস্ত্রের কোপ মেরেছিল স্ত্রী। বিচার-সালিশি সভা করেও মেটেনি দাম্পত্য কলহ। সোমবার সকালেও দু’জনের মধ্যে ঝগড়া হয় বলে অভিযোগ। তারপর রাতে ঘরের মধ্যে গলায় শাড়ি জড়ানো অবস্থায় মেলে লক্ষ্মীকান্তের দেহ। পুলিসের প্রাথমিক অনুমান, স্বামীকে কুপিয়ে গলায় শাড়ির ফাঁস দিয়ে খুন করা হয়েছে। পলাতক স্ত্রীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।