আজও শহরে বৃষ্টির পূর্বাভাস, একনজরে কলকাতার আবহাওয়া
বর্তমান | ০১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আপাতত বৃষ্টি পিছু ছাড়ছে না কলকাতার। আজ, ১ জুলাইও শহরের আকাশ থাকবে মূলত মেঘাচ্ছন্ন। পাশাপাশি এক দু’বার হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে পুরোদস্তুর।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২৬ ডিগ্রির আশেপাশে। গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ২.৫ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় (৩০ জুন সকাল ৬টা ৩০ থেকে ১ জুলাই সকাল ৬টা ৩০ পর্যন্ত) শহরে বৃষ্টিপাত হয়েছে ০১৭.৮ মিলিমিটার। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষের দিকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা জোরালো হতে পারে। সপ্তাহান্তে একাধিক জেলা টানা বৃষ্টিপাতের সাক্ষী থাকতে পারে বলে মনে করা হচ্ছে।