• সুকান্তের বদলে কি শমীক? বিধানসভা ভোটের আগে বঙ্গে নতুন সভাপতি বিজেপির? জল্পনা বাড়ল নড্ডার বাড়িতে আমন্ত্রণে
    আনন্দবাজার | ০১ জুলাই ২০২৫
  • জল্পনা গত এক বছর ধরেই চলছিল। রাজ‍্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ২০২৪ সালের লোকসভা ভোটে দ্বিতীয় বারের জন‍্য জয়ী হয়ে কেন্দ্রে মন্ত্রিত্ব পেয়েছেন এক বছর আগে। তখন থেকেই বঙ্গ বিজেপিতে আলোচনা শুরু হয়ে গিয়েছিল সভাপতি পদে সুকান্তের মেয়াদ নিয়ে। ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে মন্ত্রী সুকান্ত রাজ‍্য বিজেপির সভাপতিত্ব ছেড়ে দেবেন কি না, তা নিয়ে আলোচনা। সুকান্ত সরলে কে আসতে পারেন, তা নিয়ে আলোচনা। বিধানসভা নির্বাচন ঘোষণা হতে যখন আর মাত্র মাস আটেক দেরি, তখন এ রাজ্যে সভাপতি বদলের ‘ঝুঁকি’ বিজেপি নেবে কি না, তা নিয়ে আলোচনা। কিন্তু সমস্ত আলোচনা তথা জল্পনাই এ বার অবসানের পথে বলে বিজেপির একটি সূত্রের দাবি। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার বাসভবনে শমীক ভট্টাচার্যের আমন্ত্রণ পাওয়াতেই বার্তা স্পষ্ট হয়ে গিয়েছে বলে রাজ‍্য বিজেপির অন্দরমহল দাবি করছে।

    রাজ্যসভার সাংসদ তথা রাজ‍্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক সোমবার সকালেই কলকাতা থেকে দিল্লি যান। শমীকের ঘনিষ্ঠ বৃত্ত দাবি করেছিল, একটি সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে তিনি দিল্লি গিয়েছেন। সোমবার দুপুরের দিকে খবর মেলে যে, সন্ধ্যায় নড্ডার বাসভবনেও শমীক আমন্ত্রণ পেয়েছেন। সে আমন্ত্রণ ঠিক কোন কর্মসূচির কারণে, তা নিয়ে ধোঁয়াশা ছিল। বিজেপির একটি সূত্র দাবি করেছিল, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতের অবস্থান ব‍্যাখ‍্যা করতে যাঁরা বিদেশে গিয়েছিলেন, তাঁদেরকে বাড়িতে ডেকেছেন নড্ডা। কিন্তু সেই সব বিদেশফেরত প্রতিনিধিদলগুলির সদস‍্যদের ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদী নিজের বাসভবনে ডেকে আলাপচারিতা সেরে নিয়েছেন যখন, তখন নড্ডা কেন আলাদা করে তাঁদের ডাকতে যাবেন? এ প্রশ্ন ছিলই। বিদেশে যাওয়া প্রতিনিধিদলগুলিতে শুধু বিজেপির নয়, অন‍্য দলের নেতারাও ছিলেন। তাঁরা দেশের প্রধানমন্ত্রীর বাসভবনে যেতে পারেন। কিন্তু বিজেপি সভাপতির বাসভবনে আদৌ কি যাবেন? এই প্রশ্নও ছিল। কোনও প্রশ্নেরই সদুত্তর ছিল না। কারও কারও ব‍্যাখ‍্যা, বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা রবিশঙ্কর প্রসাদ এবং শমীক একই সঙ্গে নড্ডার বাসভবনে ডাক পেয়েছেন জানলে অনেকের কাছেই অনেক কিছু স্পষ্ট হয়ে যেত। তাই ভেবেচিন্তেই কিছুটা গোপনীয়তার মোড়ক রাখা হয়েছিল। রবিশঙ্কর এবং শমীক, দু’জনেই বিদেশফেরত প্রতিনিধিদলে ছিলেন। তাই নড্ডার বাড়িতে ওই প্রতিনিধিদলের সদস‍্যেরা আমন্ত্রণ পেয়েছেন বলে মুখে মুখে খবর ছড়ালে আমন্ত্রণ পাওয়ার ‘আসল’ কারণ কিছু ক্ষণ হলেও গোপন থাকবে বলে অনেকের আশা ছিল।

    বিজেপির একটি সূত্রের দাবি, নড্ডার বাসভবনে সোমবার সন্ধ্যায় শমীককে ‘সুনির্দিষ্ট বার্তা’ দিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবারই শমীক দিল্লি থেকে কলকাতা ফিরছেন বলেও বিজেপি সূত্রে জানা গিয়েছে।

    শনিবার রাতে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে ‘বুথ সশক্তিকরণ অভিযান’ সংক্রান্ত একটি ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। সেই বৈঠক চলাকালীনই বনসল বঙ্গ বিজেপির পরবর্তী মেয়াদের সভাপতি নির্বাচনের নির্ঘণ্ট রাজ‍্য নেতৃত্বকে জানিয়ে দিয়েছিলেন। ২ জুলাই সভাপতি নির্বাচনের জন‍্য মনোনয়ন পেশ এবং ৩ জুলাই সভাপতির নাম ঘোষণা ও ‘সভাপতি বরণ’ অনুষ্ঠান হবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছিল। কেন্দ্রীয় নেতৃত্ব তার আগেই ঘোষণা করেছিলেন যে, বঙ্গ বিজেপির জন‍্য রবিশঙ্করকে ‘নির্বাচনী আধিকারিক’ হিসেবে নিয়োগ করা হচ্ছে। রবিশঙ্কর কলকাতায় এসে রাজ‍্য সভাপতি পদপ্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করবেন এবং নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবেন বলেও জানানো হয়েছিল। সে প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক আগেই শমীকের দিল্লি যাওয়া এবং নড্ডার বাড়িতে আমন্ত্রণ পাওয়া অনেক কিছু স্পষ্ট করে দিল বলে রাজ‍্য বিজেপির একটি সূত্র দাবি করছে।
  • Link to this news (আনন্দবাজার)